TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 23, 2023 | 7:45 AM
চুলের সমস্যা মানুষের সারাবছর। চুল পড়ে যাওয়া, পাকা চুলের সমস্য়ায় এমনিতেই ভুগতে হয়। আর গরমে এই সমস্য়া বেড়েছে বহুগুণে।
কারণ একটাই। গরমে ঘামে চুল ভিজে স্ক্য়াল্পের নানান সমস্য়া দেখা দেয়। যার থেকে বাড়ে চুল পড়ে যাওযার সমস্য়া সহ একাধিক সমস্য়া।
এই ধরনের সমস্য়া থেকে মুক্তি পেতে সাহায্য় করবে কিছু ঘরোয়া টিপস। কীসেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
নারকেল তেলের নাম শুনলে অনেকেই নাক কুঁচকোয়। তবে জানেন কি মা-কাকিমাদের ওমন সুন্দর চুলের রহস্য় কিন্তু এই নারকেল তেলই।
গরমকালে চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নারকেল তেল। যাঁদের চুল ফ্রিজ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাঁদের অবশ্য়ই নারকেল তেল মাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
চুল ও ত্বকের জন্য জোজোবা অয়েলর উপর অনেকেই ভরসা রাখেন বর্তমানে। চুলের তৈলাক্ত ভাব কাটিয়ে একটা জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে।
এছাড়া গরমে চুলের যত্নে ব্যবহার করতে পারেন আমন্ড অয়েলও। অনেকেই শুষ্ক স্ক্যাল্পের সমস্যায় ভোগেন। এই শুষ্ক স্ক্যাল্প থেকে অনেক সমস্য়া দেখা দেয়। আমন্ড অয়েল এই সমস্য়া থেকে মুক্তি দিতে পারে।
চুলের যত্নে গ্রেপসিড অয়েলের কিন্তু জুড়ি নেই। আগে এই তেলের ব্য়বহারের খুব একটা প্রচলন না থাকলেও বর্তমানে এই তেল অনেকেই ব্যবহার করেন। চুলের গ্রোথে সাহায্য় করে এই তেল।