Reetha for Hair: নামীদামি শ্যাম্পু ছেড়ে এই ফল দিয়ে মাথা পরিষ্কার করুন, চুল পড়া কমবে মাত্র ২ দিনে
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 06, 2023 | 4:59 PM
Homemade Herbal Shampoo: প্রাচীনকাল থেকে এই রিঠা ফল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এখন এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার কমেছে। কিন্তু রিঠার গুণাগুণ এক চুল কমেনি, সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা। চুল ও স্ক্যাল্প পরিস্কার করে রিঠা।
1 / 8
চুলের খেয়াল রাখতে শ্যাম্পু ও কন্ডিশনারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যখন শ্যাম্পু ও কন্ডিশনারের এত বেশি প্রচলন ছিল না, তখনও মানুষ চুলের যত্ন নিতেন। আর চুল ও স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য নিতেন রিঠার।
2 / 8
প্রাচীনকাল থেকে এই রিঠা ফল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এখন এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার কমেছে। কিন্তু রিঠার গুণাগুণ এক চুল কমেনি, সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা।
3 / 8
প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা। এটি চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল অপসারনে সাহায্য করে। নিয়মিত রিঠা দিয়ে চুল পরিষ্কার করলে, এটি চুলকে ঘন ও বাউন্সি করে তোলে।
4 / 8
নতুন চুল গজানো থেকে শুরু করে চুল পড়াকে রোধ করতে দারুণ কার্যকর রিঠা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই প্রাকৃতিক ফল দিয়ে কীভাবে চুল ও স্ক্যাল্প পরিষ্কার করবেন। তাঁদের জন্য রইল সহজ টিপস।
5 / 8
দশকর্মার দোকান থেকে ১০-১২টি রিঠা কিনে আনুন। এবার এই রিঠাগুলো ভেঙে বীজগুলো ফেলে দিন। তারপর রিঠাগুলো ৩ কাপ গরম জলে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। এর সঙ্গে শুকনো আমলকি বা শিকাকাইও যোগ করতে পারেন।
6 / 8
পরদিন সকালে রিঠা ভেজানো জল কম আঁচে গরম বসান। এতে আরও ১ কাপ জল যোগ করুন। উপাদানগুলো নরম হয়ে এলে এবং জলটা ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন।
7 / 8
এরপর মিশ্রণটা ঠান্ডা করে নিন। এবার হাতে করে রিঠা, আমলকি ও শিকাকাই ভাল করে চটকে নিন। এরপর মিশ্রণটা ছেঁকে বোতলে ভরে রাখুন। ব্যস তৈরি রিঠার শ্যাম্পু। এবার জেনে নিন কীভাবে এই শ্যাম্পু ব্যবহার করবেন।
8 / 8
প্রথমে পরিষ্কার জলে চুল ভিজিয়ে নিন। এরপর রিঠার তৈরি শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ও স্ক্যাল্প ঘষে নিন। এই শ্যাম্পুতে ফেনা হবে না। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এভাবে চুলে রিঠা ব্যবহার করতে পারবেন।