Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rice Face Pack: মুখের থেকে কালো দাগ-ছোপ তুলতে ভাতের এই ফেসপ্যাকের তোনও তুলনা নেই

Skin Care Tips: ভাত, আলু আর লেবু দিয়েই বানিয়ে নিন স্পেশ্যাল এই ক্রিম। এতে ত্বকও ভাল থাকবে সেই সঙ্গে খরচাও কম

| Edited By: | Updated on: Jul 20, 2023 | 9:45 AM
গরম আর ভ্যাপসা গরমে ত্বক-শরীরের দফারফা। যতই সানস্ক্রিন মেখে বাড়ির বাইরে বেরনো হোক না কেন মুখে একটা কালো দাগ-ছোপ পড়বেই।

গরম আর ভ্যাপসা গরমে ত্বক-শরীরের দফারফা। যতই সানস্ক্রিন মেখে বাড়ির বাইরে বেরনো হোক না কেন মুখে একটা কালো দাগ-ছোপ পড়বেই।

1 / 8
আর এই দাগছোপ তুলতে খুবই সমস্যা হয়। সব সময় ফেসিয়াল কিংবা ব্লিচিং করা যায় না। আর এর মধ্যে যে রাসায়নিক থাকে তা ত্বকের জন্য ক্ষতিকারক। ত্বক এতে অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায়।

আর এই দাগছোপ তুলতে খুবই সমস্যা হয়। সব সময় ফেসিয়াল কিংবা ব্লিচিং করা যায় না। আর এর মধ্যে যে রাসায়নিক থাকে তা ত্বকের জন্য ক্ষতিকারক। ত্বক এতে অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায়।

2 / 8
রোজকার ভাতের এই উপাদান মিশিয়ে নিলেই তৈরি হবে দারুণ একটি ফেসস্ক্রাব। মুখের থেকে যাবতীয় ময়লা তো উঠবেই সঙ্গে ফর্সা ভাব আসবে। বাজারচলতি যে কোনও প্যাকের থেকে তা অনেক ভাল।

রোজকার ভাতের এই উপাদান মিশিয়ে নিলেই তৈরি হবে দারুণ একটি ফেসস্ক্রাব। মুখের থেকে যাবতীয় ময়লা তো উঠবেই সঙ্গে ফর্সা ভাব আসবে। বাজারচলতি যে কোনও প্যাকের থেকে তা অনেক ভাল।

3 / 8
Rice Face Pack: মুখের থেকে কালো দাগ-ছোপ তুলতে ভাতের এই ফেসপ্যাকের তোনও তুলনা নেই

4 / 8
এবার এই পুরো মিশ্রণটা খুব ভাল করে ব্লেন্ড করে একটা ক্রিমের মত বানিয়ে নিতে হবে। এর মধ্যে দু চামচ জল দিয়ে ভাল করে গুলে নিন।

এবার এই পুরো মিশ্রণটা খুব ভাল করে ব্লেন্ড করে একটা ক্রিমের মত বানিয়ে নিতে হবে। এর মধ্যে দু চামচ জল দিয়ে ভাল করে গুলে নিন।

5 / 8
গুলে নিয়ে পুরো মিশ্রণটি ছেঁকে রেখে দিন। হালকা আঁচে এই মিশ্রণটি একদম ভাল করে নাড়িয়ে নিতে হবে। এবার তা ফুটিয়ে ঘন করে নিন।

গুলে নিয়ে পুরো মিশ্রণটি ছেঁকে রেখে দিন। হালকা আঁচে এই মিশ্রণটি একদম ভাল করে নাড়িয়ে নিতে হবে। এবার তা ফুটিয়ে ঘন করে নিন।

6 / 8
এই ফেসপ্যাক খুব ভাল করে মুখ ধুয়ে নিয়ে তারপর লাগান। তবে গরম অবস্থায় নয়, ঠান্ডা করে তবেই লাগান। ভাতের মধ্যে প্রোটিন-ভিটামিন থাকে যা ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

এই ফেসপ্যাক খুব ভাল করে মুখ ধুয়ে নিয়ে তারপর লাগান। তবে গরম অবস্থায় নয়, ঠান্ডা করে তবেই লাগান। ভাতের মধ্যে প্রোটিন-ভিটামিন থাকে যা ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

7 / 8
এই ফেসপ্যাক মুখে ২০ মিনিট  লাগিয়ে শুকনো করে নিয়ে তবে ধুয়ে নিন। যদি মুখ বিবর্ণ হয়ে থাকে তাহলে মুখের ফর্সা ভাবও ফিরবে এই ফেসপ্যাকের জেরেই।

এই ফেসপ্যাক মুখে ২০ মিনিট লাগিয়ে শুকনো করে নিয়ে তবে ধুয়ে নিন। যদি মুখ বিবর্ণ হয়ে থাকে তাহলে মুখের ফর্সা ভাবও ফিরবে এই ফেসপ্যাকের জেরেই।

8 / 8
Follow Us:
সজল ঘোষের তত্ত্বাবধানে অবস্থানে বসল বায়ো টয়লেট
সজল ঘোষের তত্ত্বাবধানে অবস্থানে বসল বায়ো টয়লেট
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা