Facial Hair Remove: সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবাঞ্ছিত লোম? থ্রেডিং, ওয়াক্সিং ছেড়ে হলুদকে বেছে নিন
TV9 Bangla Digital | Edited By: megha
May 02, 2023 | 6:36 PM
Turmeric for Face: মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেশিরভাগ মহিলা থ্রেডিং, ওয়াক্সিংয়ের সাহায্য নেন। এই উপায়গুলো যেমন বেদনাদায়ক, তেমনই র্যাশ বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই সহজ উপায় খুঁজে নিতে চান। এক্ষেত্রে হলুদ দারুণ উপকারী।
1 / 8
মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেশিরভাগ মহিলা থ্রেডিং, ওয়াক্সিংয়ের সাহায্য নেন। এই উপায়গুলো যেমন বেদনাদায়ক, তেমনই র্যাশ বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই সহজ উপায় খুঁজে নিতে চান।
2 / 8
অনেকেই রেজ়ার ব্যবহার করে নিজেই বাড়িতে অবাঞ্ছিত লোম তুলে ফেলেন। এটাও কিন্তু অবাঞ্ছিত লোম দূর করার সঠিক উপায় নয়। তার চেয়ে থ্রেডিং, ওয়াক্সিং অনেক বেশি সুরক্ষিত।
3 / 8
ঘরোয়া উপায়ে যদি আপনি অবাঞ্ছিত লোম দূর করতে চান, তাহলে হলুদের সাহায্য নিন। ত্বকে যত্নে হলুদের উপকারিতা সম্পর্কে কমবেশি সকলেই জানেন। সঠিক উপায়ে হলুদ ব্যবহার করলে আপনার অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে।
4 / 8
ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা কমাতে হলুদ দারুণ কার্যকর। একই সঙ্গে ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে এই ভেষজ উপাদানটি। একইভাবে এই অবাঞ্ছিত লোম দূর করে। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
5 / 8
অবাঞ্ছিত লোম তুলতে হলুদের ফেসপ্যাক ব্যবহার করুন। এক চিমটে হলুদ গুঁড়ো গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। এটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন। তারপর গরম জলে দিয়ে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন। তবে, খুব বেশি স্ক্রাব করবেন না।
6 / 8
৪ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ৩ চা চামচ দুধ ভাল করে মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটা ভাল করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভেজা সুতির কাপড় দিয়ে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
7 / 8
এছাড়া আপনি হলুদের সঙ্গে নুন মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে লেবুর রস আর দুধ মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
8 / 8
পাতিলেবুর রসের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে অল্প মধু মিশিয়ে নিন। এবার মুখের যে সব জায়গায় লোম রয়েছে, সেখানে এই ফেসপ্যাক লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।