Turmeric for Hair: খুশকির সমস্যা পিছু ছাড়ছে না? রোজ এভাবে হলুদ মাখুন স্ক্যাল্পে
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 19, 2023 | 5:38 PM
Scalp Care Tips: ত্বকের ছোটোখাটো সমস্যা রুখে দিতে হলুদের জুড়ি মেলা ভার। এই একই উপাদান আপনি কখনও হলুদ ব্যবহার করে দেখেছেন? চুল ও স্ক্যাল্পের সমস্যারও সমাধান করে হলুদ। হলুদের কারকিউমিন যৌগ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং চুলের সমস্যা কমায়।
1 / 8
ত্বকের ছোটোখাটো সমস্যা রুখে দিতে হলুদের জুড়ি মেলা ভার। এই একই উপাদান আপনি কখনও হলুদ ব্যবহার করে দেখেছেন? চুল ও স্ক্যাল্পের সমস্যারও সমাধান করে হলুদ।
2 / 8
প্রতীকী ছবি
3 / 8
হলুদ স্ক্যাল্পে অ্যান্টি-ফাঙ্গাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। খুশকি, চুলকানি ইত্যাদি স্ক্যাল্পের সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ। হলুদের কারকিউমিন যৌগ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং চুলের সমস্যা কমায়।
4 / 8
চুলের অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে হলুদ। হলুদ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুল পড়াকে প্রতিরোধ করে। পাশাপাশি নতুন চুল গজাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে হলুদ।
5 / 8
চুলের যত্নে আপনি হলুদের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে হলুদের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে চুলে ও স্ক্যাল্পে মালিশ করুন। এতে স্ক্যাল্পের প্রদাহ কমবে।
6 / 8
রোজের শ্যাম্পুতে হলুদের এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিমাইক্রোবিয়াম ও অ্যান্টিসেপটিক উপাদান স্ক্যাল্পকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করবে।
7 / 8
চুলের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি হলুদের হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়েও চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন। তারপর শ্যাম্পু করে নেবেন।
8 / 8
দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে মাখতে পারেন। ১ কাপ দুধের সঙ্গে ৩ চামচ মধু ও ৪ চামচ হলুদ মিশিয়ে নিন। তারপর সেটা স্ক্যাল্প ও চুলে ৩০ মিনিট লাগিয়ে শ্যাম্পু করে নিন। এতেই দূর হবে চুলের সমস্যা।