AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washing Tips: শখের গ্রাফিক টি-শার্ট কীভাবে কাচলে ডিজাইন থাকবে নতুনের মতই চকচকে?

How to wash T-Shirt: টি-শার্ট ওয়াশিং মেশিনে কাচবেন না। সব সময় সাবান জল দিয়ে হাতে ধুয়ে নেবেন

| Edited By: | Updated on: Jul 21, 2023 | 9:35 PM
Share
অফিস থেকে শুরু করে ছুটির দিনে কোথাও আড্ডা, পছন্দের তালিকায় একদম উপরের দিকে থাকে টি-শার্ট। ছেলে হোক বা মেয়ে উপরে একটা টি-শার্ট গলিয়ে নিলেই ফ্যাশন নিয়ে আর চিন্তা থাকে না।

অফিস থেকে শুরু করে ছুটির দিনে কোথাও আড্ডা, পছন্দের তালিকায় একদম উপরের দিকে থাকে টি-শার্ট। ছেলে হোক বা মেয়ে উপরে একটা টি-শার্ট গলিয়ে নিলেই ফ্যাশন নিয়ে আর চিন্তা থাকে না।

1 / 8
এখন ইনস্টাগ্রামেবেল টি-শার্টের চাহিদা বেশি। সেই সঙ্গে চাহিদা বেড়েছে গ্রাফিক্স টি-শার্টের।

এখন ইনস্টাগ্রামেবেল টি-শার্টের চাহিদা বেশি। সেই সঙ্গে চাহিদা বেড়েছে গ্রাফিক্স টি-শার্টের।

2 / 8
এখন বিভিন্ন রকম গ্রাফিক্স টি-শার্ট পাওয়া যায়। জিন্স কিংবা যে কোনও প্যান্টের সঙ্গে এই টি-শার্ট দেখতে ভাল লাগে।

এখন বিভিন্ন রকম গ্রাফিক্স টি-শার্ট পাওয়া যায়। জিন্স কিংবা যে কোনও প্যান্টের সঙ্গে এই টি-শার্ট দেখতে ভাল লাগে।

3 / 8
তবে ঠিকমতো যত্ন না নিলে এই সুন্দর গ্রাফিক্স নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। টি-শার্টও কুঁচকে যায়।

তবে ঠিকমতো যত্ন না নিলে এই সুন্দর গ্রাফিক্স নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। টি-শার্টও কুঁচকে যায়।

4 / 8
আর তাই আজ থাকল কিছু টিপস। এভাবে টি-শার্ট কাটলে রোঁয়া উঠবে না আর কুঁচকেও যাবে না। ফিটিংসও ঠিক থাকবে।

আর তাই আজ থাকল কিছু টিপস। এভাবে টি-শার্ট কাটলে রোঁয়া উঠবে না আর কুঁচকেও যাবে না। ফিটিংসও ঠিক থাকবে।

5 / 8
সুন্দর টি-শার্ট কখনই ওয়াশিং মেশিনে দেবেন না। এতে রং চটে যায় আর কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে।

সুন্দর টি-শার্ট কখনই ওয়াশিং মেশিনে দেবেন না। এতে রং চটে যায় আর কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে।

6 / 8
গ্রাফিক্সের যে প্রিন্ট থাকে তা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। রং চটে যায়। রং চটে গেলে দেখতে মোটেও ভাল লাগে না।

গ্রাফিক্সের যে প্রিন্ট থাকে তা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। রং চটে যায়। রং চটে গেলে দেখতে মোটেও ভাল লাগে না।

7 / 8
তাই সাধারণ জলে গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়ে রেখে হাতে কাচুন। ৪৫ মিনিট টি-শার্ট ভিজিয়ে রাখলেই হবে। তবে ওয়াশিং মেশিনে দেবেন না। এতে দ্রুত নষ্ট হয়ে যাবে

তাই সাধারণ জলে গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়ে রেখে হাতে কাচুন। ৪৫ মিনিট টি-শার্ট ভিজিয়ে রাখলেই হবে। তবে ওয়াশিং মেশিনে দেবেন না। এতে দ্রুত নষ্ট হয়ে যাবে

8 / 8