Homemade facewash: মাত্র তিনদিন সকালে এভাবে মুখ ধুলে দুধের মত ফর্সা উজ্জ্বল হবে ত্বক
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 01, 2024 | 10:46 AM
Face washing tips: যাদের অয়েলি ত্বক তাদের জন্যও খুব ভাল। এক চামচ বেসনের মধ্যে এক চামচ টকদই মিশিয়ে নিতে হবে। এই দুটি উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। একদম ক্রিম তৈরি হয়ে যাবে
1 / 8
শীতকালে মুখ এমনিই রুক্ষ্ম শুষ্ক থাকে। মুখের প্রাকৃতিক জেল্লাও হারিয়ে যায় এই সময়। যতই কিছু লগানো হোক না কেন তবুও মুখ যেন সেই শুকনোই থেকে যায়
2 / 8
এই সময় তাই ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। এই শীতে আবহাওয়ার খামখেয়ালিপনায় যেমন শরীর খারাপ হচ্ছে তেমনই অন্যান্য সমস্যাও অনেক বেশি হচ্ছে। আর শীতের দিনে অনুষ্ঠান বাড়িও বেশি থাকে
3 / 8
ফলে সামান্য মেকপ করতেই হয়। সেখান থেকে ফিরে মুখ ঠিকমত ধোওয়া না হলেই অনেক রকম সমস্যা আসছে। আর তাই প্রথম থেকেই এ ব্যাপারে যত্নশীল হতে হবে
4 / 8
রোজ সকালে ঘুম থেকে উঠে এভাবে মুখ ধুয়ে নিলে মুখ থেকে যাবতীয় কালো ছোপ দূর হবে। ত্বক অনেক বেশি মসডণ হবে। ফেসওয়াশের থেকেও ভাল কাজ করে
5 / 8
যাদের অয়েলি ত্বক তাদের জন্যও খুব ভাল। এক চামচ বেসনের মধ্যে এক চামচ টকদই মিশিয়ে নিতে হবে। এই দুটি উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। একদম ক্রিম তৈরি হয়ে যাবে
6 / 8
এর মধ্যে ১০ ফোঁটা গ্লিসারিন দিয়ে ভাল করে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। জল দিয়ে মুখ ধুয়ে ভাল করে মুছে এই মিশ্রণ লাগিয়ে নিন ভাল করে
7 / 8
১০ মিনিট ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এতে দেখবেন মুখের গ্লো বাড়বে। তালো দাগ তুলে দেবে। বাজার চলতি যে কোনও ফেসওয়াশের থেকে তা অনেক বেশি ভাল। ঘরোয়া এই ফেসওয়াশ খুবই ভাল
8 / 8
হাতের মধ্যে দু ফোঁটা গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে তা পুরো মুখে লাগিয়ে নিন। ৫ মিনিট রাখুন। দেখবেন নিজেই চিনতে পারছেন না নিজেকে। বেরনোর আগে সামান্য সানস্ক্রিন লাগান