ডাবের জল খাওয়ার পাশাপাশি চুলেও স্প্রে করুন, ফ্রিজিনেস দূর হবে ১ মিনিটে

Coconut Water for Hair: ডাবের জল খেলে শরীর হাইড্রেট থাকে, দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। আর যদি ডাবের জল চুলে ঢালেন, তাহলে কী হবে জানেন? শরীরের মতো চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে ডাবের জল। কীভাবে ডাবের জল চুলে মাখবেন, রইল টিপস।

| Updated on: Feb 01, 2024 | 4:12 PM
ডাবের জল খেলে শরীর হাইড্রেট থাকে, দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। আর যদি ডাবের জল চুলে ঢালেন, তাহলে কী হবে জানেন? যদি না জেনে থাকেন, এই নিবন্ধটি রইল আপনার জন্য।

ডাবের জল খেলে শরীর হাইড্রেট থাকে, দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। আর যদি ডাবের জল চুলে ঢালেন, তাহলে কী হবে জানেন? যদি না জেনে থাকেন, এই নিবন্ধটি রইল আপনার জন্য।

1 / 8
শরীরের মতো চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে ডাবের জল। ডাবের জলে লরিক অ্যাসিড রয়েছে যা এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্যাটি অ্যাসিড। এটি স্ক্যাল্প ও চুলকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। 

শরীরের মতো চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে ডাবের জল। ডাবের জলে লরিক অ্যাসিড রয়েছে যা এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্যাটি অ্যাসিড। এটি স্ক্যাল্প ও চুলকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। 

2 / 8
শুষ্ক স্ক্যাল্পে চুলকানির সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। ডাবের জল স্ক্যাল্পের চুলকানি কমায়। কারণ, এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। স্ক্যাল্পে ডাবের জল মাখলে খুশকির সমস্যা কমবে। ডাবের জলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

শুষ্ক স্ক্যাল্পে চুলকানির সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। ডাবের জল স্ক্যাল্পের চুলকানি কমায়। কারণ, এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। স্ক্যাল্পে ডাবের জল মাখলে খুশকির সমস্যা কমবে। ডাবের জলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

3 / 8
ডাবের জলে থাকা খনিজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। ডাবের জল ব্যবহার করলে চুলের ফ্রিজিনেস দূর হয় এবং দু'মুখো চুলের সমস্যা কমে। চুল পড়া কমাতে এবং ঘন ও লম্বা চুল পেতে সাহায্য করে ডাবের জল।

ডাবের জলে থাকা খনিজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। ডাবের জল ব্যবহার করলে চুলের ফ্রিজিনেস দূর হয় এবং দু'মুখো চুলের সমস্যা কমে। চুল পড়া কমাতে এবং ঘন ও লম্বা চুল পেতে সাহায্য করে ডাবের জল।

4 / 8
শ্যাম্পু করার পর ডাবের জল চুলে ঢালুন। প্রতিবার শ্যাম্পুর পর চুলের ডাবের জল মাখলে চুলে উজ্জ্বলতা বাড়বে। পাশাপাশি চুল হাইড্রেট থাকবে। 

শ্যাম্পু করার পর ডাবের জল চুলে ঢালুন। প্রতিবার শ্যাম্পুর পর চুলের ডাবের জল মাখলে চুলে উজ্জ্বলতা বাড়বে। পাশাপাশি চুল হাইড্রেট থাকবে। 

5 / 8
হেয়ার স্প্রে বানিয়েও ব্যবহার করতে পারেন ডাবের জল। ১ কাপ জলের সঙ্গে ১/৪ কাপ ডাবের জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার এই ডাবের জলের স্প্রে স্ক্যাল্প ও চুলে স্প্রে করুন। এতে স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

হেয়ার স্প্রে বানিয়েও ব্যবহার করতে পারেন ডাবের জল। ১ কাপ জলের সঙ্গে ১/৪ কাপ ডাবের জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার এই ডাবের জলের স্প্রে স্ক্যাল্প ও চুলে স্প্রে করুন। এতে স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

6 / 8
শ্যাম্পু বা কন্ডিশনারের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে বেশি ঝক্কি পোহাতে হবে না। অথচ, আপনি ডাবের জলের সমস্ত উপকারিতা চুলে পেয়ে যাবেন। এছাড়া আপনি তেলের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

শ্যাম্পু বা কন্ডিশনারের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে বেশি ঝক্কি পোহাতে হবে না। অথচ, আপনি ডাবের জলের সমস্ত উপকারিতা চুলে পেয়ে যাবেন। এছাড়া আপনি তেলের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

7 / 8
ডাবের জলের হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। ১ চামচ টক দইয়ের সঙ্গে ডাবের জল মিশিয়ে চুলে লাগান। ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুল ও স্ক্যাল্পের জন্য দারুণ উপকারী।

ডাবের জলের হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। ১ চামচ টক দইয়ের সঙ্গে ডাবের জল মিশিয়ে চুলে লাগান। ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুল ও স্ক্যাল্পের জন্য দারুণ উপকারী।

8 / 8
Follow Us: