Indoor Plant: ফুল ফুটবে, গরমও কমবে! ভ্যাপসা ভাব কাটাতে ঘরে রাখুন এই সব ইন্ডোর প্ল্যান্ট

Jun 09, 2024 | 8:41 PM

Room Heat Control: গরমে আরাম পাওয়া ছাড়া ঘরে গাছ থাকার একাধিক উপকারিতা আছে। এ জন্য বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট হয়। তবে এর মধ্যে এমন কিছু ইন্ডোর প্ল্যান্ট আছে, যা ঘরের তাপমাত্রা কম করতে সাহায্য করে। তাপ শোষণ করে প্রবলে গরমে স্বস্তি দেয়। জেনে নিন সে রকমই ইন্ডোর প্ল্যান্ট সম্পর্কে।

1 / 8
বিশ্ব উষ্ণায়নের জেরে গরম যেন দিন দিন বেড়েই চলেছে। বাইরে থেকে ঘরে ফিরে যে নিস্তার মিলবে সেই উপায়ও নেই। ঘরের ভিতরেও সেই ভ্যাপসা গরম।

বিশ্ব উষ্ণায়নের জেরে গরম যেন দিন দিন বেড়েই চলেছে। বাইরে থেকে ঘরে ফিরে যে নিস্তার মিলবে সেই উপায়ও নেই। ঘরের ভিতরেও সেই ভ্যাপসা গরম।

2 / 8
ফ্যান চলছে। কিন্তু গায়ে যেন হাওয়া লাগছে না। এসি-তেও সেই শান্তি নেই! সারা দিনের ক্লান্তির পর এ রকম আবহাওয়ার সঙ্গে যুঝতে হলে মনে বিরক্তি আসা না অস্বাভাবিক নয়। আবহাওয়ার প্রভাব মনেও পড়ে।

ফ্যান চলছে। কিন্তু গায়ে যেন হাওয়া লাগছে না। এসি-তেও সেই শান্তি নেই! সারা দিনের ক্লান্তির পর এ রকম আবহাওয়ার সঙ্গে যুঝতে হলে মনে বিরক্তি আসা না অস্বাভাবিক নয়। আবহাওয়ার প্রভাব মনেও পড়ে।

3 / 8
কিন্তু বাড়িতেই যদি কিছু গাছ থাকত। তাহলে দেখতেন যত না গরম তার থেকে বেশি গরম লাগত না। গাছ থাকলে একেবারে ঠান্ডা হয়তো নেমে হয়তো যেত না। কিন্তু পরিবেশটা একটু আরামদায়ক অবশ্যই হত।

কিন্তু বাড়িতেই যদি কিছু গাছ থাকত। তাহলে দেখতেন যত না গরম তার থেকে বেশি গরম লাগত না। গাছ থাকলে একেবারে ঠান্ডা হয়তো নেমে হয়তো যেত না। কিন্তু পরিবেশটা একটু আরামদায়ক অবশ্যই হত।

4 / 8
গরমে আরাম পাওয়া ছাড়া ঘরে গাছ থাকার একাধিক উপকারিতা আছে। এ জন্য বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট হয়। তবে এর মধ্যে এমন কিছু ইন্ডোর প্ল্যান্ট আছে, যা ঘরের তাপমাত্রা কম করতে সাহায্য করে। তাপ শোষণ করে প্রবলে গরমে স্বস্তি দেয়। জেনে নিন সে রকমই ইন্ডোর প্ল্যান্ট সম্পর্কে।

গরমে আরাম পাওয়া ছাড়া ঘরে গাছ থাকার একাধিক উপকারিতা আছে। এ জন্য বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট হয়। তবে এর মধ্যে এমন কিছু ইন্ডোর প্ল্যান্ট আছে, যা ঘরের তাপমাত্রা কম করতে সাহায্য করে। তাপ শোষণ করে প্রবলে গরমে স্বস্তি দেয়। জেনে নিন সে রকমই ইন্ডোর প্ল্যান্ট সম্পর্কে।

5 / 8
স্পাইডার প্ল্যান্ট: এই ইন্ডোর প্ল্যান্ট অনেকেই ঘরে রাখেন। ঘরের বাতাসকে শুদ্ধ করতে যেমন সাহায্য করে, তেমনই আর্দ্রতা শুষে নেয়। এর জেরে গরমের ভ্যাপসা ভাব অনেকটা কমে যায়।

স্পাইডার প্ল্যান্ট: এই ইন্ডোর প্ল্যান্ট অনেকেই ঘরে রাখেন। ঘরের বাতাসকে শুদ্ধ করতে যেমন সাহায্য করে, তেমনই আর্দ্রতা শুষে নেয়। এর জেরে গরমের ভ্যাপসা ভাব অনেকটা কমে যায়।

6 / 8
স্নেক প্ল্যান্ট: এই গাছও অল্প জলে বেঁচে থাকতে পারে। ঘরের আর্দ্রতা শুষে নিতে এর জুড়ি নেই। এই গাছের বেঁচে থাকার জন্য খুব বেশি সূর্যের আলোরও প্রয়োজন হয় না। ঘরের এক কোনায় রেখে দিলেই হল। সপ্তাহে দু-এক দিন জল দিলেই বেঁচে থাকবে স্নেক প্ল্যান্ট।

স্নেক প্ল্যান্ট: এই গাছও অল্প জলে বেঁচে থাকতে পারে। ঘরের আর্দ্রতা শুষে নিতে এর জুড়ি নেই। এই গাছের বেঁচে থাকার জন্য খুব বেশি সূর্যের আলোরও প্রয়োজন হয় না। ঘরের এক কোনায় রেখে দিলেই হল। সপ্তাহে দু-এক দিন জল দিলেই বেঁচে থাকবে স্নেক প্ল্যান্ট।

7 / 8
পিল লিলি: ঘরের বাতাস শুদ্ধ করতে পারে এই ইন্ডোর প্ল্যান্ট। বেশি রোদে এই গাছ রাখবেন না। সারা বছর ফুলও হয়। তাই ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বদলে যাবে।

পিল লিলি: ঘরের বাতাস শুদ্ধ করতে পারে এই ইন্ডোর প্ল্যান্ট। বেশি রোদে এই গাছ রাখবেন না। সারা বছর ফুলও হয়। তাই ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বদলে যাবে।

8 / 8
ফ্ল্যামিঙ্গো লিলি: ঘরের দূষিত পদার্থ শুষে নেয় এই প্ল্যান্ট। ঘরের যে কোনায় আলো-বাতাস বেশি সেখানে এটি রাখতে পারেন। আলোর পাশাপাশি মাটি একটু ভেজা থাকলেই এই গাছ ভালো থাকবে।

ফ্ল্যামিঙ্গো লিলি: ঘরের দূষিত পদার্থ শুষে নেয় এই প্ল্যান্ট। ঘরের যে কোনায় আলো-বাতাস বেশি সেখানে এটি রাখতে পারেন। আলোর পাশাপাশি মাটি একটু ভেজা থাকলেই এই গাছ ভালো থাকবে।

Next Photo Gallery