Hair Care: চুল শ্যাম্পু করার সময় গরম জল নাকি ঠান্ডা জল ব্যবহার করা উচিত?

Hot water or cold water: বর্ষা হোক বা শীত বা ঋতু বদলের সিজন, চুল পড়া মহিলাদের একটি বড় সমস্যা। চুল পড়া বন্ধ করতে এবং উজ্জ্বল করে তুলতে অনেকেই বিভিন্ন ধরনের নামী-দামি শ্যাম্পু ব্যবহার করেন। কেউ সপ্তাহে দু-তিনদিন অন্তর তো কেউ রোজ চুলে শ্যাম্পু দেন। তবে গরম জল নাকি ঠান্ডা জল চুলের জন্য উপযোগী, তা অনেকেই জানেন না।

| Updated on: Feb 18, 2024 | 8:45 AM
বর্ষা হোক বা শীত বা ঋতু বদলের সিজন, চুল পড়া মহিলাদের একটি বড় সমস্যা। এছাড়া যাঁরা রোজ কাজের প্রয়োজনে বাইরে বেরোন, তাঁদের চুল তাড়াতাড়ি রুক্ষ-শুষ্ক ও ড্যামেজ হয়ে যায়। তাই কী করলে চুল সুন্দর থাকবে, তা নিয়ে কম-বেশি সকলেই উদ্বিগ্ন

বর্ষা হোক বা শীত বা ঋতু বদলের সিজন, চুল পড়া মহিলাদের একটি বড় সমস্যা। এছাড়া যাঁরা রোজ কাজের প্রয়োজনে বাইরে বেরোন, তাঁদের চুল তাড়াতাড়ি রুক্ষ-শুষ্ক ও ড্যামেজ হয়ে যায়। তাই কী করলে চুল সুন্দর থাকবে, তা নিয়ে কম-বেশি সকলেই উদ্বিগ্ন

1 / 8
চুল পড়া বন্ধ করতে এবং উজ্জ্বল করে তুলতে অনেকেই বিভিন্ন ধরনের নামী-দামি শ্যাম্পু ব্যবহার করেন। কেউ সপ্তাহে দু-তিনদিন অন্তর তো কেউ রোজ চুলে শ্যাম্পু দেন। তবে গরম জল নাকি ঠান্ডা জল চুলের জন্য উপযোগী, তা অনেকেই জানেন না

চুল পড়া বন্ধ করতে এবং উজ্জ্বল করে তুলতে অনেকেই বিভিন্ন ধরনের নামী-দামি শ্যাম্পু ব্যবহার করেন। কেউ সপ্তাহে দু-তিনদিন অন্তর তো কেউ রোজ চুলে শ্যাম্পু দেন। তবে গরম জল নাকি ঠান্ডা জল চুলের জন্য উপযোগী, তা অনেকেই জানেন না

2 / 8
বিশেষজ্ঞদের মতে, চুলের মারাত্মক ক্ষতি করে গরম জল। এটা চুলকে শুষ্ক, ভঙ্গুর এবং খসখসে করে দেয়। এমনকি চুলের গোড়াও নষ্ট করে দেয় গরম জল। যার ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়ে

বিশেষজ্ঞদের মতে, চুলের মারাত্মক ক্ষতি করে গরম জল। এটা চুলকে শুষ্ক, ভঙ্গুর এবং খসখসে করে দেয়। এমনকি চুলের গোড়াও নষ্ট করে দেয় গরম জল। যার ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়ে

3 / 8
চুল বিশেষজ্ঞদের মতেস চুলের জন্য সবচেয়ে ভাল ঠান্ডা জল। যদিও ঠান্ডা জল মাথায় ঢাললে অনেকেরই ঠান্ডা লেগে যায়। সেক্ষেত্রে ঈষদুষ্ণ জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

চুল বিশেষজ্ঞদের মতেস চুলের জন্য সবচেয়ে ভাল ঠান্ডা জল। যদিও ঠান্ডা জল মাথায় ঢাললে অনেকেরই ঠান্ডা লেগে যায়। সেক্ষেত্রে ঈষদুষ্ণ জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

4 / 8
কেবল গরম জলের ব্যবহার নয়, চুল পড়া বা ড্যামেজ হওয়ার আরও অনেক কারণ রয়েছে। যাঁদের ত্বক ও চুল তৈলাক্ত, তাঁদের চুলে খুশকি হওয়ার সম্ভাবনা বেশি। ফলে চুল ড্যামেজ হয়। খুশকি ঠেকাতে পিএইচ ব্যালেন্সড যুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

কেবল গরম জলের ব্যবহার নয়, চুল পড়া বা ড্যামেজ হওয়ার আরও অনেক কারণ রয়েছে। যাঁদের ত্বক ও চুল তৈলাক্ত, তাঁদের চুলে খুশকি হওয়ার সম্ভাবনা বেশি। ফলে চুল ড্যামেজ হয়। খুশকি ঠেকাতে পিএইচ ব্যালেন্সড যুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

5 / 8
অনেকের জেনেটিক্যালি চুল রুক্ষ প্রকৃতির। আবার চুলে রং বা স্ট্রেটেনিং করলেও অনেকের চুল রুক্ষ হয়ে যায়। চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব ও উজ্জ্বলতা ফেরাতে সপ্তাহে দু-দিন করে সালফেট-মুক্ত শ্যাম্পু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

অনেকের জেনেটিক্যালি চুল রুক্ষ প্রকৃতির। আবার চুলে রং বা স্ট্রেটেনিং করলেও অনেকের চুল রুক্ষ হয়ে যায়। চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব ও উজ্জ্বলতা ফেরাতে সপ্তাহে দু-দিন করে সালফেট-মুক্ত শ্যাম্পু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

6 / 8
যাঁদের চুল কোঁচকানো, তাঁদের চুলের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। কোঁচকানো চুলকে বাউন্সি এবং হাইড্রেটেড রাখতে সপ্তাহে দু-তিনদিন শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই শিয়া বাটার বা কোকা বাটার-যুক্ত কন্ডিশনার লাগাতে হবে

যাঁদের চুল কোঁচকানো, তাঁদের চুলের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। কোঁচকানো চুলকে বাউন্সি এবং হাইড্রেটেড রাখতে সপ্তাহে দু-তিনদিন শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর পর অবশ্যই শিয়া বাটার বা কোকা বাটার-যুক্ত কন্ডিশনার লাগাতে হবে

7 / 8
চিরুনির উপরেও চুল ভাঙা অনেকাংশে নির্ভর করে। ভিজে চুলে সাধারণ চিরুনি ব্যবহার করা যায়। তবে শুষ্ক চুল চওড়া দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ানো উচিত। আর ভিজে চুল কখনও বাঁধা উচিত নয়। তাহলে চুল ড্যামেজ হয়

চিরুনির উপরেও চুল ভাঙা অনেকাংশে নির্ভর করে। ভিজে চুলে সাধারণ চিরুনি ব্যবহার করা যায়। তবে শুষ্ক চুল চওড়া দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ানো উচিত। আর ভিজে চুল কখনও বাঁধা উচিত নয়। তাহলে চুল ড্যামেজ হয়

8 / 8
Follow Us: