Lower Ab Exercise: তলপেটের মেদ কমাতে রোজ করুন এই পাঁচ আসন
Daily Exercise Lists: তলপেটের মেদ ঝরাতে যদি আপনি চান, তাহলে নিয়ম করে করতে হবে লোয়ার অ্যাব এক্সারসাইজ। এই পাঁচ লোয়ার অ্যাব এক্সারসাইজ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে আপনাকে।
1 / 8
শরীরের মেদ ঝরানো হোক বা ফিটনেস বজায় রাখা। শরীরচর্চার কোনও বিকল্প হয় না।
2 / 8
পুষ্টিকর ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করলে শরীরে বিবিধ উপকার হয়। অনেক রোগ শরীরের ধারে কাছে আসতে পারে না।
3 / 8
তবে তলপেটের মেদ ঝরাতে যদি আপনি চান, তাহলে নিয়ম করে করতে হবে লোয়ার অ্যাব এক্সারসাইজ। এই পাঁচ লোয়ার অ্যাব এক্সারসাইজ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে আপনাকে।
4 / 8
মাটিতে শুয়ে পড়ে পা ৯০ ডিগ্রি কোণে তুলুন। তার পর কিছুক্ষণ রেখে তা নামিয়ে ফেলুন। এ ভাবে বেশ কয়েক বার করুন।
5 / 8
রোজ রিভার্স ক্রাঞ্চ রাখুন আপনার শরীরচর্চার তালিকায়। তলমেটের পেশিকে ফ্লেক্সিবেল করতে এই ব্যায়াম দারুণ কার্যকরী।
6 / 8
মাউন্টেন ক্লাইবার্সও রোজ করতে পারেন। তলপেটের মেদ ঝরানোর পাশাপাশি হৃদযন্ত্রেরও দারুণ উপকার হয় এই ব্যায়ামে।
7 / 8
কাঁচির মতো করে করতে হয় বলে এই ব্যায়ামকে Scissor Kicks বলে। তলপেটে মেদ কমাতে তা দারুণ সহায়ক।
8 / 8
প্ল্যাঙ্ক ইউথ হিপ ডিপসকেও রাখুন নিজের দৈনন্দিন শরীরচর্চার তালিকায়। শরীরের নীচের অংশ শক্তিশালী হয়ে উঠবে।