Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ubtan for Skin: নামীদামি ফেসপ্যাক ছেড়ে উবটান মাখুন, দেশি এই টোটকায় দু’দিনে ফিরবে গ্লো

Home Remedies for Skin: ঘরোয়া উপায়ে ত্বক যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবচেয়ে বেশ জনপ্রিয় ও কার্যকরী। সান ট্যান দূর করা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে উবটানের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু এই উবটান বাড়িতে কীভাবে বানাবেন, জানেন? সেই টিপস রইল এখানে।

| Edited By: | Updated on: Jun 26, 2023 | 2:42 PM
ঘরোয়া উপায়ে ত্বক যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবচেয়ে বেশ জনপ্রিয় ও কার্যকরী। সান ট্যান দূর করা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে উবটানের গুরুত্ব সবচেয়ে বেশি। 

ঘরোয়া উপায়ে ত্বক যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবচেয়ে বেশ জনপ্রিয় ও কার্যকরী। সান ট্যান দূর করা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে উবটানের গুরুত্ব সবচেয়ে বেশি। 

1 / 8
উবটান মাখলে সহজেই আপনি হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূর করা যায়। হাইপারপিগমেন্টেশন বা ত্বকের উপর থাকা দাগছোপ সৌন্দর্য নষ্ট হয়ে যা ত্বকের যে কোনও দাগছোপ দূর করতে কার্যকর উবটান। 

উবটান মাখলে সহজেই আপনি হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূর করা যায়। হাইপারপিগমেন্টেশন বা ত্বকের উপর থাকা দাগছোপ সৌন্দর্য নষ্ট হয়ে যা ত্বকের যে কোনও দাগছোপ দূর করতে কার্যকর উবটান। 

2 / 8
ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে উবটান। উবটান মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। উবটান মুখে নতুন কোষ গঠনে সাহায্য করে। যা আপনাকে এনে দেয় প্রাকৃতিক জেল্লা।

ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে উবটান। উবটান মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। উবটান মুখে নতুন কোষ গঠনে সাহায্য করে। যা আপনাকে এনে দেয় প্রাকৃতিক জেল্লা।

3 / 8
মুখে উবটান মাখলে ত্বকে সতেজতা আসে। নিয়মিত উবটান মাখলে ত্বক নরম ও কোমল হয়ে ওঠে। কিন্তু এই উবটান বাড়িতে কীভাবে বানাবেন, জানেন? সেই টিপসও রইল এখানে।

মুখে উবটান মাখলে ত্বকে সতেজতা আসে। নিয়মিত উবটান মাখলে ত্বক নরম ও কোমল হয়ে ওঠে। কিন্তু এই উবটান বাড়িতে কীভাবে বানাবেন, জানেন? সেই টিপসও রইল এখানে।

4 / 8
আপনার ত্বক তৈলাক্ত হোক বা সংবেদনশীল, উবটান সবধরনের ত্বকের জন্য উপযুক্ত। পাশাপাশি তাছাড়া উবটানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আপনার যেমনই ত্বক হোক আপনি উবটান মাখতে পারেন।

আপনার ত্বক তৈলাক্ত হোক বা সংবেদনশীল, উবটান সবধরনের ত্বকের জন্য উপযুক্ত। পাশাপাশি তাছাড়া উবটানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আপনার যেমনই ত্বক হোক আপনি উবটান মাখতে পারেন।

5 / 8
উবটান তৈরি করতে আপনি বেসন, হলুদ, দুধ, জাফরনের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। আপনার পছন্দমতো উপাদান দিয়ে আপনি উবটান বানাতে পারেন। কিন্তু তাতে হলুদ থাকতেই হবে।

উবটান তৈরি করতে আপনি বেসন, হলুদ, দুধ, জাফরনের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। আপনার পছন্দমতো উপাদান দিয়ে আপনি উবটান বানাতে পারেন। কিন্তু তাতে হলুদ থাকতেই হবে।

6 / 8
১ চামচ বেসনের সঙ্গে ১ চিমটে হলুদ ও ১ চামচ টক দই মিশিয়ে নিন। এতে জাফরন মেশানো দুধও মেশাতে পারেন। উবটান ব্যবহারে কোনও জল ব্যবহার করবেন না। প্রয়োজন মেশাতে পারেন গোলাপ জল।

১ চামচ বেসনের সঙ্গে ১ চিমটে হলুদ ও ১ চামচ টক দই মিশিয়ে নিন। এতে জাফরন মেশানো দুধও মেশাতে পারেন। উবটান ব্যবহারে কোনও জল ব্যবহার করবেন না। প্রয়োজন মেশাতে পারেন গোলাপ জল।

7 / 8
উবটান মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। উবটান পরিষ্কার করে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন। সপ্তাহে একদিন আপনি মুখে উবটান ব্যবহার করতে পারেন। 

উবটান মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। উবটান পরিষ্কার করে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন। সপ্তাহে একদিন আপনি মুখে উবটান ব্যবহার করতে পারেন। 

8 / 8
Follow Us: