Second Hand Book Market: কলেজস্ট্রীট নয়, কলকাতার এই ৪ পুরনো বই বাজারগুলি চেনেন?

Aug 24, 2024 | 5:35 PM

Second Hand Book Market: অনেকেই সস্তায় কেনার জন্য পুরনো বই খোঁজেন। কিন্তু সময় করে কলেজস্ট্রীট যেতে পারেন না। এই প্রতিবেদনে রইল তাঁদের জন্যই পুরনো বইয়ের কিছু বাজারের হদিস।

1 / 8
কলকাতা মানেই 'দ্য সিটি অফ জয়'। আর এই শহরের রন্ধে রন্ধে জড়িয়ে রয়েছে সিনেমা, নাটক, যাত্রা, গঙ্গার ঘাটের চা, পাড়ার রকের আড্ডা, থেকে দুষ্প্রাপ্য পুরনো সব বই নিয়ে দর কষাকষি।

কলকাতা মানেই 'দ্য সিটি অফ জয়'। আর এই শহরের রন্ধে রন্ধে জড়িয়ে রয়েছে সিনেমা, নাটক, যাত্রা, গঙ্গার ঘাটের চা, পাড়ার রকের আড্ডা, থেকে দুষ্প্রাপ্য পুরনো সব বই নিয়ে দর কষাকষি।

2 / 8
যদিও বই কেনার কথাই বললেই শহরবাসীর মনে প্রথম যে ছবি ভেসে ওঠে তা হল কলেজস্ট্রীট, কফি হাউস আর দু'পাশে ভর্তি বইয়ের দোকান। সেখানে অজস্র দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার। আর শুধু দুষ্প্রাপ্য বলছি কেন, রয়েছে পড়ার বই থেকে প্রয়োজনীয় আরও নানা বইয়ের ঠেক।

যদিও বই কেনার কথাই বললেই শহরবাসীর মনে প্রথম যে ছবি ভেসে ওঠে তা হল কলেজস্ট্রীট, কফি হাউস আর দু'পাশে ভর্তি বইয়ের দোকান। সেখানে অজস্র দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার। আর শুধু দুষ্প্রাপ্য বলছি কেন, রয়েছে পড়ার বই থেকে প্রয়োজনীয় আরও নানা বইয়ের ঠেক।

3 / 8
তবে আপনি কি জানেন, কেবল কলেজস্ট্রীটেই নয়, শহর কলকাতায় কিন্তু রয়েছে আরও 'বইয়ের বাজার'। যেখানে গেলে কম দামে ভাল বই পেয়ে যেতে পারেন। অনেকেই সস্তায় কেনার জন্য পুরনো বই খোঁজেন। কিন্তু সময় করে কলেজস্ট্রীট যেতে পারেন না। এই প্রতিবেদনে রইল তাঁদের জন্যই পুরনো বইয়ের কিছু বাজারের হদিস।

তবে আপনি কি জানেন, কেবল কলেজস্ট্রীটেই নয়, শহর কলকাতায় কিন্তু রয়েছে আরও 'বইয়ের বাজার'। যেখানে গেলে কম দামে ভাল বই পেয়ে যেতে পারেন। অনেকেই সস্তায় কেনার জন্য পুরনো বই খোঁজেন। কিন্তু সময় করে কলেজস্ট্রীট যেতে পারেন না। এই প্রতিবেদনে রইল তাঁদের জন্যই পুরনো বইয়ের কিছু বাজারের হদিস।

4 / 8
গোলপার্ক - গড়িয়াহাট শুধুই জামাকাপড়ের বাজার নয়, এখানে কিন্তু আছে পুরনো বইয়ের বিপুল সম্ভার। গোলপার্কের মুখ গড়িয়াহাট ফ্লাইওভারের কাছে রাস্তার এক ধারে বইয়ের বেশ কিছু দোকান চোখে পড়বে আপনার। পুরনো বইয়ের এইসব দোকানে আন্তর্জাতিক এবং ভারতীয় লেখকদের জনপ্রিয় বই থেকে, কমিক্স বই এবং ম্যাগাজিনের পুরনো অনেক সংখ্যা পেয়ে যাবেন। বা আগে থেকে বলে রাখলে অনেক সময় আপনার প্রয়োজনীয় বইটি এনে দেন বিক্রেতারা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দরকারি বই পেয়ে যাবেন অল্প দামে।

গোলপার্ক - গড়িয়াহাট শুধুই জামাকাপড়ের বাজার নয়, এখানে কিন্তু আছে পুরনো বইয়ের বিপুল সম্ভার। গোলপার্কের মুখ গড়িয়াহাট ফ্লাইওভারের কাছে রাস্তার এক ধারে বইয়ের বেশ কিছু দোকান চোখে পড়বে আপনার। পুরনো বইয়ের এইসব দোকানে আন্তর্জাতিক এবং ভারতীয় লেখকদের জনপ্রিয় বই থেকে, কমিক্স বই এবং ম্যাগাজিনের পুরনো অনেক সংখ্যা পেয়ে যাবেন। বা আগে থেকে বলে রাখলে অনেক সময় আপনার প্রয়োজনীয় বইটি এনে দেন বিক্রেতারা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দরকারি বই পেয়ে যাবেন অল্প দামে।

5 / 8
পার্ক স্ট্রিট - কলকাতা শহরের সাহেবপাড়া বলে পরিচিত এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্য আভিজাত্য। জহরলাল নেহেরু রোড থেকে পার্ক স্ট্রীটে ঢুকে বাঁ দিকের ফুটপাথ ধরে খানিকটার এগোলে সামনে পরে বিখ্যাত কিছু রেস্তোরাঁ। তার সামনেই ফুটপাথে পাবেন কিছু বইয়ের দোকান। কিছু দোকান রয়েছে উলটো দিকের ফুটেও। বাংলা বই তেমন না পাওয়া গেলেও দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের ইংরেজি বই পাবেন এখানে। পার্ক স্ট্রিটের ফুটপাথের বেশ কিছুটা জুড়েই রয়েছে পুরনো বইয়ের এমন দোকান।

পার্ক স্ট্রিট - কলকাতা শহরের সাহেবপাড়া বলে পরিচিত এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্য আভিজাত্য। জহরলাল নেহেরু রোড থেকে পার্ক স্ট্রীটে ঢুকে বাঁ দিকের ফুটপাথ ধরে খানিকটার এগোলে সামনে পরে বিখ্যাত কিছু রেস্তোরাঁ। তার সামনেই ফুটপাথে পাবেন কিছু বইয়ের দোকান। কিছু দোকান রয়েছে উলটো দিকের ফুটেও। বাংলা বই তেমন না পাওয়া গেলেও দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের ইংরেজি বই পাবেন এখানে। পার্ক স্ট্রিটের ফুটপাথের বেশ কিছুটা জুড়েই রয়েছে পুরনো বইয়ের এমন দোকান।

6 / 8
যাদবপুর - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গা ঘেঁষে থাকা বইয়ের দোকানগুলিতে ছাত্রছাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই সব দোকানে আপনি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই সেকেন্ড-হ্যান্ড পেয়ে যাবেন। পাবেন পুরনো গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিধানও।

যাদবপুর - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গা ঘেঁষে থাকা বইয়ের দোকানগুলিতে ছাত্রছাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই সব দোকানে আপনি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই সেকেন্ড-হ্যান্ড পেয়ে যাবেন। পাবেন পুরনো গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিধানও।

7 / 8
বুক-টুক - ই এম বাইপাসের ধারে কালিকাপুরে অভিসিক্তা স্টপেজের কাছে এই পুরনো বইয়ের দোকানটি বেশ জনপ্রিয়। তবে এখানে বই কেনার একটি মজা রয়েছে। এখানে কিলো দরে পুরনো বই এখানে কিনতে হয়। বইয়ের ধরন অনুযায়ী কিলো প্রতি দাম নির্ধারিত হয়।

বুক-টুক - ই এম বাইপাসের ধারে কালিকাপুরে অভিসিক্তা স্টপেজের কাছে এই পুরনো বইয়ের দোকানটি বেশ জনপ্রিয়। তবে এখানে বই কেনার একটি মজা রয়েছে। এখানে কিলো দরে পুরনো বই এখানে কিনতে হয়। বইয়ের ধরন অনুযায়ী কিলো প্রতি দাম নির্ধারিত হয়।

8 / 8
কলেজ স্ট্রিট - পরিশেষে যে জায়গার কথা না বললে অসম্পূর্ণতা রয়ে যায় তা হল এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজার কলেজস্ট্রীট। দেড় কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে রাস্তার দু'ধারে শুধুই বইয়ের দোকান। নতুন-পুরনো যা বই চাই তাই পাবেন এখানে। পাবেন কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীদের সহায়িকা, পাঠ্যপুস্তক, শিশুদের বই, কথাসাহিত্য, শিল্পের বই, রান্নার বই বা ভ্রমণকাহিনি, বাংলা, ইংরেজি বা হিন্দিতে লেখা আরও পুরনো বই প্রায় সবই। একটু দর করে নিতে পারলে কথাই নেই।

কলেজ স্ট্রিট - পরিশেষে যে জায়গার কথা না বললে অসম্পূর্ণতা রয়ে যায় তা হল এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজার কলেজস্ট্রীট। দেড় কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে রাস্তার দু'ধারে শুধুই বইয়ের দোকান। নতুন-পুরনো যা বই চাই তাই পাবেন এখানে। পাবেন কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীদের সহায়িকা, পাঠ্যপুস্তক, শিশুদের বই, কথাসাহিত্য, শিল্পের বই, রান্নার বই বা ভ্রমণকাহিনি, বাংলা, ইংরেজি বা হিন্দিতে লেখা আরও পুরনো বই প্রায় সবই। একটু দর করে নিতে পারলে কথাই নেই।

Next Photo Gallery