AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotirlinga Temples: শিবের ১২ জ্যোতির্লিঙ্গ রয়েছে দেশের এই সব মন্দিরে

গোটা দেশে ছড়িয়ে রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সব স্থানগুলি খুবই পবিত্র। ভগবান শিব এই সবস্থানে অধিষ্ঠান করেন বলে ধারণা জনমানসে। জেনে নিন দেশের কোথায় কোথায় তা রয়েছে।

| Updated on: Mar 09, 2024 | 3:02 PM
Share
গোটা দেশে ছড়িয়ে রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সব স্থানগুলি খুবই পবিত্র। ভগবান শিব এই সবস্থানে অধিষ্ঠান করেন বলে ধারণা জনমানসে। জেনে নিন দেশের কোথায় কোথায় তা রয়েছে।

গোটা দেশে ছড়িয়ে রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সব স্থানগুলি খুবই পবিত্র। ভগবান শিব এই সবস্থানে অধিষ্ঠান করেন বলে ধারণা জনমানসে। জেনে নিন দেশের কোথায় কোথায় তা রয়েছে।

1 / 13
সোমনাথ মন্দির, গুজরাট: এটি বিশ্বের প্রথম জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দির খুবই পবিত্র হিসাবে বিবেচিত হয়।

সোমনাথ মন্দির, গুজরাট: এটি বিশ্বের প্রথম জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দির খুবই পবিত্র হিসাবে বিবেচিত হয়।

2 / 13
মল্লিকার্জুন মন্দির, অন্ধ্র প্রদেশ: শ্রীসাইলাম পাহাড়ে অবস্থিত এই মন্দির। মহাদেব এবং পার্বতী জড়িয়ে এই মন্দিরের সঙ্গে। এই স্থানকে সতীপীঠ হিসাবেও ধরা হয়। নাল্লমালা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই মন্দিরে।

মল্লিকার্জুন মন্দির, অন্ধ্র প্রদেশ: শ্রীসাইলাম পাহাড়ে অবস্থিত এই মন্দির। মহাদেব এবং পার্বতী জড়িয়ে এই মন্দিরের সঙ্গে। এই স্থানকে সতীপীঠ হিসাবেও ধরা হয়। নাল্লমালা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই মন্দিরে।

3 / 13
মহাকালেশ্বর মন্দির, মধ্য প্রদেশ: শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দিরের ভস্ম আরতি ভক্তদের কাছে আকর্ষণীয়।

মহাকালেশ্বর মন্দির, মধ্য প্রদেশ: শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দিরের ভস্ম আরতি ভক্তদের কাছে আকর্ষণীয়।

4 / 13
ওমকারেশ্বর মন্দির, মধ্য প্রদেশ: নর্মদা নদীতে অবস্থিত ওম আকৃতির দ্বীপে অবস্থিত এই মন্দির। এর কাছেই মিশেছে নর্মদা এবং কাবেরী নদী।

ওমকারেশ্বর মন্দির, মধ্য প্রদেশ: নর্মদা নদীতে অবস্থিত ওম আকৃতির দ্বীপে অবস্থিত এই মন্দির। এর কাছেই মিশেছে নর্মদা এবং কাবেরী নদী।

5 / 13
কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড: গারোয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দির। চারধাম যাত্রার অন্যতম এই মন্দির। মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও জড়িয়ে এর নাম।

কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড: গারোয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দির। চারধাম যাত্রার অন্যতম এই মন্দির। মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও জড়িয়ে এর নাম।

6 / 13
ভীমশঙ্কর মন্দির, মহারাষ্ট্র: পুণের কাছে অবস্থিত এই ভীমশঙ্কর মন্দির। সবুজে ঘেরা এলাকার মধ্যে এই মন্দিরের প্রাকৃতিক দৃশ্য মন জুড়িয়ে দেবে।

ভীমশঙ্কর মন্দির, মহারাষ্ট্র: পুণের কাছে অবস্থিত এই ভীমশঙ্কর মন্দির। সবুজে ঘেরা এলাকার মধ্যে এই মন্দিরের প্রাকৃতিক দৃশ্য মন জুড়িয়ে দেবে।

7 / 13
কাশী বিশ্বনাথ মন্দির, উত্তর প্রদেশ:  বারাণসীতে অবস্থিত এই মন্দির দেশের অন্যতম পুরনো মন্দির। এই জ্যোতির্লিঙ্গ জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক বলে মনে করা হয়।

কাশী বিশ্বনাথ মন্দির, উত্তর প্রদেশ: বারাণসীতে অবস্থিত এই মন্দির দেশের অন্যতম পুরনো মন্দির। এই জ্যোতির্লিঙ্গ জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক বলে মনে করা হয়।

8 / 13
ত্র্যম্বকেশর:, মহারাষ্ট্র: নাসিকের কাছে অবস্থিত এই মন্দির। এর কাছেই গোদাবরী নদীর উৎপত্তিস্থল। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মুখ রয়েছে জ্যোতির্লিঙ্গের উপরে থাকা মুকুটে।

ত্র্যম্বকেশর:, মহারাষ্ট্র: নাসিকের কাছে অবস্থিত এই মন্দির। এর কাছেই গোদাবরী নদীর উৎপত্তিস্থল। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মুখ রয়েছে জ্যোতির্লিঙ্গের উপরে থাকা মুকুটে।

9 / 13
বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড: দেওঘরে অবস্থিত এই মন্দিরে সারা বছর থাকে ভক্তদের ভিড়।

বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড: দেওঘরে অবস্থিত এই মন্দিরে সারা বছর থাকে ভক্তদের ভিড়।

10 / 13
নাগেশ্বর মন্দির, গুজরাট: দ্বারকার কাছে অবস্থিত এই মন্দির। তীর্যযাত্রার সূচনা এখান থেকে করা উচিত বলে কথিত রয়েছে।

নাগেশ্বর মন্দির, গুজরাট: দ্বারকার কাছে অবস্থিত এই মন্দির। তীর্যযাত্রার সূচনা এখান থেকে করা উচিত বলে কথিত রয়েছে।

11 / 13
রামেশ্বর মন্দির, তামিলনাড়ু: রামেশ্বরম দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ।  এর সঙ্গে ভগবান রামের কাহিনি জড়িয়ে রয়েছে। এই মন্দিরের সুবিশাল করিডর দেশে আর কোথাও নেই।

রামেশ্বর মন্দির, তামিলনাড়ু: রামেশ্বরম দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ। এর সঙ্গে ভগবান রামের কাহিনি জড়িয়ে রয়েছে। এই মন্দিরের সুবিশাল করিডর দেশে আর কোথাও নেই।

12 / 13
ঘৃষ্ণেশ্বর, মহারাষ্ট্র: ঔরঙ্গাবাদ শহর থেকে ২৮ কিমি দুরে অবস্থিত মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহা থেকে ১ কিমি। দুরে ঘৃষ্ণেশ্বর শিব মন্দির অবস্থিত।

ঘৃষ্ণেশ্বর, মহারাষ্ট্র: ঔরঙ্গাবাদ শহর থেকে ২৮ কিমি দুরে অবস্থিত মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহা থেকে ১ কিমি। দুরে ঘৃষ্ণেশ্বর শিব মন্দির অবস্থিত।

13 / 13