Banana Kheer: বনেদি বাড়ির কলার পায়েস, নবমীর ভোগে বানিয়ে দিতে পারেন আপনিও
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Oct 23, 2023 | 8:00 AM
Paka Kolar Payesh: বিভিন্ন বনেদি বাড়ির ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় সেই সব ছবি। বাঙালির ঐতিহ্য, ইতিহাস আর সম্পর্ক জুড়ে থাকে এই মহৎসবে। তাই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব
1 / 8
নবমীর দিন আসলেই আমাদের সকলের মন খারাপ করে। কারণ উমার এবার যাওয়ার পালা। আবার এক বছরের অপেক্ষা। নবমীর দিন অনেক জায়গাতেই পাঁঠাবলি হয়
2 / 8
আবার অনেকের বাড়িতে এদিন শুধুই নিরামিষ হয়। কোনও রকম অন্ন ভোগ হয় না। পরিবর্তে বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে নিবেদন করা হয় মা দুর্গাকে
3 / 8
ভোগের তালিকায় খিচুড়ি-পোলাও এর সঙ্গে থাকে আরও অনেক কিছু। শুকনো প্রসাদের মধ্যে মিষ্টি থাকে অনেক রকম। থাকে বিভিন্ন রকম পায়েসও
4 / 8
বিভিন্ন বনেদি বাড়ির ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় সেই সব ছবি। বাঙালির ঐতিহ্য, ইতিহাস আর সম্পর্ক জুড়ে থাকে এই মহৎসবে। তাই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব
5 / 8
বনেদি বাড়ির পুজোতে বিভিন্ন খাদ্যের মধ্যে নিরামিষ আমিষের পাশাপাশি দেওয়া হয় কলার বড়ার পায়েস। চালের পায়েসে ডোবানো কলা আর নারকোলের এই অভূতপূর্ব মিশ্রণ
6 / 8
পাকা কাঁঠালি কলামাখা, কুচি কুচি করে কাটা নারকেল, গুড়, ময়দা ও তেল-এই হল কলার বড়ার উপকরণ। পায়েসের জন্য লাগছে- দুধ, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, গুড়, এলাচ গুঁড়ো ও তেজপাতা
7 / 8
গুঁড়ো করা নারকেল আর গুড় দিয়ে পাক বানিয়ে নিন। ৭-৮ মিনিট ধরে হবে রান্নাটা। এর পর সেটি নামিয়ে ঠান্ডা করে নিন। একটা বাটিতে কলামাখা আর নারকেল-গুড়ের যে পাক বানিয়েছেন তা দিয়ে মিশিয়ে নিন। এর পর ময়দা আর অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে। তেলের মধ্যে সোনালি করে ভেজে নিতে হবে কলার বড়া
8 / 8
দুধের মধ্যে তেজপাতা আর এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে থাকুন। গাঢ় হয়ে গেলে চাল দিয়ে দিন, মাঝারি আঁচে রেখে নাড়তে থাকুন, যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে। সব সেদ্ধ হলে কাজু-কিশমিশ মিশিয়ে দিতে হবে। সব শেষে দিন কলার বড়া। দু’মিনিটের জন্য রেখে গ্রেট করা গুড় মিশিয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন