Dry Red Chilli: রান্নায় শুকনো লঙ্কা ফোড়ন দিন এভাবে, এক ফোঁটা ঝাল লাগবে না কিন্তু স্বাদ থাকবে অটুট
Kitchen Tips: রোজের রান্নায় শুকনো লঙ্কার ব্যবহার হয়। ডালে ফোড়ন দেওয়া হোক বা মাংস কষা হোক — শুকনো লঙ্কা ছাড়া রান্নাই অসম্পূর্ণ। কিন্তু শুকনো লঙ্কার ঝাঁঝ অনেকেরই সহ্য হয় না। কেউ কেউ শুকনো লঙ্কার ঝাল খেতে পারেন না, সেক্ষেত্রে উপায় কী?