Mahakumbh 2025: মহাকুম্ভ মেলায় শিশুদের নিয়ে যাচ্ছেন? এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

Children Safety Kumbh mela 2025: দীর্ঘ এক যুগ পর। আবারও বসেছে মহাকুম্ভ। উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেশ-বিদেশের লাখো লাখো পুণ্যার্থীর সমাগম। সঙ্গে সাধু-সন্ন্যাসীরাও রয়েছে। এত ভিড়ের মাঝে সুরক্ষিত থাকাটাও জরুরি। বিশেষ করে সন্তান বা শিশুদের সুরক্ষার বিষয়ে আরও জোর দেওয়া উচিত। আপনিও কি শিশুদের নিয়ে যাচ্ছেন? এই পাঁচটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

| Updated on: Jan 22, 2025 | 6:17 PM
দীর্ঘ এক যুগ পর। আবারও বসেছে মহাকুম্ভ। উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে, চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।

দীর্ঘ এক যুগ পর। আবারও বসেছে মহাকুম্ভ। উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে, চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।

1 / 8
দেশ-বিদেশের লাখো লাখো পুণ্যার্থীর সমাগম। সঙ্গে সাধু-সন্ন্যাসীরাও রয়েছে। এত ভিড়ের মাঝে সুরক্ষিত থাকাটাও জরুরি।

দেশ-বিদেশের লাখো লাখো পুণ্যার্থীর সমাগম। সঙ্গে সাধু-সন্ন্যাসীরাও রয়েছে। এত ভিড়ের মাঝে সুরক্ষিত থাকাটাও জরুরি।

2 / 8
বিশেষ করে সন্তান বা শিশুদের সুরক্ষার বিষয়ে আরও জোর দেওয়া উচিত। আপনিও কি শিশুদের নিয়ে যাচ্ছেন? এই পাঁচটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

বিশেষ করে সন্তান বা শিশুদের সুরক্ষার বিষয়ে আরও জোর দেওয়া উচিত। আপনিও কি শিশুদের নিয়ে যাচ্ছেন? এই পাঁচটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

3 / 8
অনেকেই পরিবারের সঙ্গে কুম্ভমেলায় গিয়েছেন বা পরিকল্পনা করছেন। যদি ছোট্ট সন্তান নিয়ে যান খুবই সতর্ক থাকা প্রয়োজন। এর জন্য কিছু বিষয় একেবারেই ভুলবেন না।

অনেকেই পরিবারের সঙ্গে কুম্ভমেলায় গিয়েছেন বা পরিকল্পনা করছেন। যদি ছোট্ট সন্তান নিয়ে যান খুবই সতর্ক থাকা প্রয়োজন। এর জন্য কিছু বিষয় একেবারেই ভুলবেন না।

4 / 8
সবচেয়ে জরুরি বিষয়, সবসময় সন্তানের হাত ধরে রাখুন। তেমনই শিশুকেও বোঝান, সে যেন আপনার হাত না ছাড়ে। সবসময়ই যেন পাশে থাকে। তাঁবু কিংবা হোটেল থেকে বেরনোর সময় ফোন নম্বর এবং ঠিকানা লিখে সেটা বাচ্চার কাছে রেখে দিন। কোনও কারণে যদি সে এদিক ওদিক চলে যায়, যাতে অন্য় কেউ খুজে পেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।

সবচেয়ে জরুরি বিষয়, সবসময় সন্তানের হাত ধরে রাখুন। তেমনই শিশুকেও বোঝান, সে যেন আপনার হাত না ছাড়ে। সবসময়ই যেন পাশে থাকে। তাঁবু কিংবা হোটেল থেকে বেরনোর সময় ফোন নম্বর এবং ঠিকানা লিখে সেটা বাচ্চার কাছে রেখে দিন। কোনও কারণে যদি সে এদিক ওদিক চলে যায়, যাতে অন্য় কেউ খুজে পেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।

5 / 8
চেষ্টা করুন, আপনার সন্তান যদি জরুরি ফোন নম্বরগুলো মুখস্থ করে রাখতে পারেন। হারিয়ে গেলে দ্রুতই যাতে সে কোনও পুলিশ কিংবা নিরাপত্তাকর্মীর কাছে যায়, সেই বিষয়ে শিখিয়ে রাখুন। অচেনা কারও সঙ্গে যেন ভুলেও না যায়, সতর্ক করে রাখুন।

চেষ্টা করুন, আপনার সন্তান যদি জরুরি ফোন নম্বরগুলো মুখস্থ করে রাখতে পারেন। হারিয়ে গেলে দ্রুতই যাতে সে কোনও পুলিশ কিংবা নিরাপত্তাকর্মীর কাছে যায়, সেই বিষয়ে শিখিয়ে রাখুন। অচেনা কারও সঙ্গে যেন ভুলেও না যায়, সতর্ক করে রাখুন।

6 / 8
যদি কোনওভাবে আপনার সন্তান হারিয়ে যায়, আপনি নিজেও সেখানে ঘোষণা মঞ্চের কাছে গিয়ে সন্তানের নাম ধরে ডাকতে পারেন মাইকে। সন্তান যদি খুব ছোট হয়, তাঁকে কোলে নিয়ে ঘোরারই চেষ্টা করুন।

যদি কোনওভাবে আপনার সন্তান হারিয়ে যায়, আপনি নিজেও সেখানে ঘোষণা মঞ্চের কাছে গিয়ে সন্তানের নাম ধরে ডাকতে পারেন মাইকে। সন্তান যদি খুব ছোট হয়, তাঁকে কোলে নিয়ে ঘোরারই চেষ্টা করুন।

7 / 8
সন্তান হারিয়ে গেলে দ্রুত পুলিশকে জানান। তাঁরাও আপনাকে দ্রুত সাহায্য করতে পারবেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে সন্তানকে না নিয়ে যাওয়াই শ্রেয়। সব ছবি: PTI

সন্তান হারিয়ে গেলে দ্রুত পুলিশকে জানান। তাঁরাও আপনাকে দ্রুত সাহায্য করতে পারবেন। প্রচণ্ড ভিড়ের মধ্যে সন্তানকে না নিয়ে যাওয়াই শ্রেয়। সব ছবি: PTI

8 / 8
Follow Us:
ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
"সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়?": মদন মিত্র
"যদিও ধর্ষণটা যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে আইনের বিপক্ষে যায় না"