Dandruff Treatment: এই ফুলের রস দিয়ে বানান হেয়ারপ্যাক, খুশকি পালানোর পথ পাবে না!
Marigold Hair Pack: মাথা ভর্তি খুশকি চুলের সৌন্দর্য নষ্ট করে। সেই খুশকি যদি জামার উপর এসে পড়ে, তাহলে অফিস বা হাটেবাজারে অস্বস্তির শেষ থাকে না। কিন্তু ঘরেই এই সমস্যার সমাধান সম্ভব। এই সমস্যায় দারুণ কার্যকর গাঁদা ফুল।
1 / 8
খুশকির সমস্যায় জেরবার অনেকেই। মাথা ভর্তি খুশকি চুলের সৌন্দর্য নষ্ট করে।
2 / 8
সেই খুশকি যদি জামার উপর এসে পড়ে, তাহলে অফিস বা হাটেবাজারে অস্বস্তির শেষ থাকে না। কিন্তু ঘরেই এই সমস্যার সমাধান সম্ভব। এই সমস্যায় দারুণ কার্যকর গাঁদা ফুল।
3 / 8
অনেক বাঙালি বাড়িতেই রয়েছে গাঁদা ফুলের গাছ। বাজারেও এই ফুল প্রচুর পরিমাণে মেলে। এই ফুল দিয়ে হেয়ারপ্যাক তৈরি করে লাগান। খুশকি কমবে, চুল রুক্ষ থেকে সতেজ হয়ে উঠবে।
4 / 8
গাঁদা ফুলের পাঁপড়ি ছাড়িয়ে নিন। তার পর নারকেল তেলে মিশিয়ে তা ফোটান। ঠান্ডা হলে মাথার তালুতে অনেকক্ষণ ধরে মালিশ করুন।
5 / 8
এতে রুক্ষভাব কেটে চুল হয়ে উঠবে নরম। জেল্লাও বৃদ্ধি পাবে। অল্প কিছু ব্যবহার করলে খুশকির সমস্যা থেকেও মুক্তি মিলবে।
6 / 8
গাঁদা ফুলের পাপড়ি জলে ফুটিয়ে নিন। তার পর তাতে নিম তেল এবং টি ট্রি অয়েল মেশান। এই মিশ্রণ মাথায় স্প্রে করুন। কিছু দিনের মধ্যে খুশকির সমস্যা মিটে যাবে।
7 / 8
অলিভ অয়েল ও গাঁদা ফুলের নির্যাস দিয়ে তৈরি প্যাকও চুলের জন্য বেশ ভাল। এটি আপনার চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। চুলে পুষ্টিরও জোগান দেয়। খুশকির সমস্যা দূর হবে অল্প দিনেই।
8 / 8
কলা, মেথির সঙ্গে গাঁদা ফুলের পাপড়িগুলিকে পিষে নিন। তাতে বাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে আধ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে নিন। চুলের জেল্লা ফেরাবে এই হেয়ার প্যাক।