অন্তঃসত্ত্বার সময় মহিলাদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। কারণ এই সময় সামান্য ভুলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে।
তাই অন্তঃসত্ত্বা মহিলাদের খাওয়ার ব্যাপারে যেমন সতর্ক থাকা উচিত, তেমনই সতর্ক থাকতে হবে প্রসাধনীর বিষয়েও। কারণ প্রসাধনীতে ব্যবহৃত কিছু রাসায়নিক গর্ভবতী মহিলার শরীরের পক্ষে মোটেও ভালো নয়।
ত্বকের বিভিন্ন প্রসাধনীতে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহৃত হয়। বেঞ্জয়েল পারঅক্সাইড এবং স্যালিসিলিক অ্যাসিড রয়েছে এ রকম প্রসাধনী এড়িয়ে চলতে হবে।
সুগন্ধী তৈরিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। হবু মায়েদের জন্য এই রাসায়নিক একদম ভালো নয়।
এসেনসিয়াল অয়েলের অনেক গুণ। অনেক কাজে তা দরকার হয়। কিন্তু গর্ভবতীদের এই সুগন্ধী তেল এড়িয়ে চলাই ভালো।
কিছু কিছু স্নানস্ক্রিন তৈরিতে অ্যাভোবেঞ্জন ও অক্সিবেঞ্জন ব্যবহার করা হয়। গর্ভে থাকা শিশুর স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে এই ধরনের রাসায়নিক।
নেলপালিশে থাকা কয়েক ধরনের রাসায়নিকও হবু মা ও সন্তানের জন্য ভালো নয়। তাই এই কয়েক মাস নখের সৌন্দর্য থেকে মন সরালে ক্ষতি নেই।
লিকুইড সোপ থেকে বাসন মাজার সাবানে থাকে ট্রাইক্লোজেন। নতুন প্রাণের জন্য তা মোটেই ভালো নয়।