Sukto: রান্নার জাদু লুকিয়ে ফোঁড়নে! শুক্তোতে কী ফোঁড়ন দিতে হয় জানেন
Phoron: ফোঁড়ন হিসাবে বাঙালির হেঁসেলে বিভিন্ন রকমের মশলা ব্যবহৃত হয়। বিভিন্ন রান্নার জন্য বিভিন্ন রকমের ফোঁড়ন। আসলে রান্নাভেদে ফোঁড়ন যায় বদলে। বাঙালির রান্নার স্বাদে বৈচিত্রের জন্য ফোঁড়নের বৈচিত্রের বড় ভূমিকা রয়েছে।
1 / 8
ফোড়ন রান্নার এক অবিচ্ছেদ্য অঙ্গ। ডাল হোক বা তরকারি। ফোড়ন ছাড়া রান্না জমে না।
2 / 8
তাই ফোড়নের ব্যবহার জানা প্রয়োজন। তাহলে রান্নাতে কখনই আসবে না কাঙ্খিত স্বাদ।
3 / 8
ফোড়ন হিসাবে বাঙালির হেঁসেলে বিভিন্ন রকমের মশলা ব্যবহৃত হয়। বিভিন্ন রান্নার জন্য বিভিন্ন রকমের ফোড়ন।
4 / 8
আসলে রান্নাভেদে ফোড়ন যায় বদলে। বাঙালির রান্নার স্বাদে বৈচিত্রের জন্য ফোড়নের বৈচিত্রের বড় ভূমিকা রয়েছে।
5 / 8
উদাহরণ হিসাবে বলা যায়, ফুলকপির ডালনা যদি রান্না করা হয় তাতে সাদা জিরে ফোড়ন। কিন্তু ফুলকপি আলুর চচ্চড়ি করলে দিতে হয় পাঁচফোড়ন।
6 / 8
ডালেও রয়েছে ফোড়নের ভিন্নতা। মুগডালে সাদা জিরে ফোড়ন দিলেই হয়। কিন্তু মুসুর ডালে দিতে হয় কালো জিরে ফোড়ন।
7 / 8
শুক্তো বাঙালির ভোজনের অন্যতম সুস্বাদু তরকারি। অনেকে তো শুক্তো দিয়েই খেয়ে নেন পুরো ভাত।
8 / 8
শুক্তোতে একটি বিশেষ ধরনের মশলা ফোড়ন দেওয়া হয়। তা হলে রাঁধুনি। এই রাঁধুনি ফোড়নের জন্যই শুক্তোর স্বাদ অন্য তরকারির থেকে কয়েক গুণ বেড়ে যায়।