Makhana: এই শারীরিক সমস্যাগুলি থাকলে মাখানা খাবেন না, সমস্যা বাড়তে পারে
Makhana: মাখানায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম রয়েছে। ফলে শরীর সুস্থ রাখতে মাখানা খুব উপকারী। কিন্তু, মাখানা পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সকলের খাওয়া উচিত নয়। কিছু শারীরিক সমস্যায় মাখানা খেলে উপকারের বদলে অপকার হতে পারে। কাদের মাখানা খাওয়া উচিত নয়, জেনে নিন।