AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY De-Tan Pack: পা-হাত বিবর্ণ দেখাচ্ছে? ১ সপ্তাহে ট্যান তুলে ফেলুন এই প্যাকে

Skin Care Tips: ট্যান দূর করার উপায় গুগলে সার্চ করলেই আপনাকে একগুচ্ছ ডি-ট্যান প্যাকের সন্ধান দিয়ে দেবে। কিন্তু এসব ডি-ট্যান প্যাকগুলো সব ধরনের ত্বকের জন্য সহায়ক নয়। তাই বাজার চলতি ডি-ট্যান প্যাকের বদলে DIY প্যাকের সাহায্য নিন।

| Edited By: | Updated on: Jul 04, 2023 | 2:11 PM
Share
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা দেয়। কাঠফাটা রোদে বেরোলেই গা-হাত-পা পুড়ে যাচ্ছে। কিন্তু ট্যান দূর করার কার্যকর উপায় আপনি খুঁজে পাচ্ছে না? কী করবেন, রইল টিপস।

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা দেয়। কাঠফাটা রোদে বেরোলেই গা-হাত-পা পুড়ে যাচ্ছে। কিন্তু ট্যান দূর করার কার্যকর উপায় আপনি খুঁজে পাচ্ছে না? কী করবেন, রইল টিপস।

1 / 8
DIY De-Tan Pack: পা-হাত বিবর্ণ দেখাচ্ছে? ১ সপ্তাহে ট্যান তুলে ফেলুন এই প্যাকে

2 / 8
বাজার চলতি ডি-ট্যান প্যাকের বদলে DIY প্যাকের সাহায্য নিন। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজেই বানিয়ে ফেলুন ডি-ট্যান প্যাক। এতে ট্যানও দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

বাজার চলতি ডি-ট্যান প্যাকের বদলে DIY প্যাকের সাহায্য নিন। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজেই বানিয়ে ফেলুন ডি-ট্যান প্যাক। এতে ট্যানও দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

3 / 8
বাজারে এখন টমেটোর আকাশছোঁয়া দাম। কিন্তু ট্যান দূর করতে এই সবজিই কাজে আসবে। টমেটো পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনাকে সান বার্ন থেকে মুক্তি দেবে। 

বাজারে এখন টমেটোর আকাশছোঁয়া দাম। কিন্তু ট্যান দূর করতে এই সবজিই কাজে আসবে। টমেটো পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনাকে সান বার্ন থেকে মুক্তি দেবে। 

4 / 8
২-৩ চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে ১ চামচ মধু ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ডি-ট্যান প্যাকের মধ্যে অ্যালোসিন রয়েছে, যা মেলোনিন উৎপাদন কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। 

২-৩ চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে ১ চামচ মধু ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ডি-ট্যান প্যাকের মধ্যে অ্যালোসিন রয়েছে, যা মেলোনিন উৎপাদন কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। 

5 / 8
শুষ্ক ত্বক হলে লেবুর রসের সঙ্গে মধু ও দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের লাগিয়ে রাখুন প্রায় আধ ঘণ্টা। ৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক দাগছোপ দূর করার পাশাপাশি ব্রণ প্রতিরোধ করবে।

শুষ্ক ত্বক হলে লেবুর রসের সঙ্গে মধু ও দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের লাগিয়ে রাখুন প্রায় আধ ঘণ্টা। ৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক দাগছোপ দূর করার পাশাপাশি ব্রণ প্রতিরোধ করবে।

6 / 8
টক দইয়ের সঙ্গে কফি মিশিয়ে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ২০-৩০ মিনিট লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ডি-ট্যান প্যাক ট্যান দূর করার পাশাপাশি বলিরেখা, দাগছোপও কমিয়ে দেবে।

টক দইয়ের সঙ্গে কফি মিশিয়ে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ২০-৩০ মিনিট লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ডি-ট্যান প্যাক ট্যান দূর করার পাশাপাশি বলিরেখা, দাগছোপও কমিয়ে দেবে।

7 / 8
পাকা পেঁপের পেস্ট নিন। এতে মধু ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এটি এক সপ্তাহের মধ্যে ট্যান ও দাগছোপ দূর করে দেবে। পাশাপাশি মুখ থেকে অতিরিক্ত তেল, ওপেন পোরস, ব্রণ দূর করে দেবে।

পাকা পেঁপের পেস্ট নিন। এতে মধু ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এটি এক সপ্তাহের মধ্যে ট্যান ও দাগছোপ দূর করে দেবে। পাশাপাশি মুখ থেকে অতিরিক্ত তেল, ওপেন পোরস, ব্রণ দূর করে দেবে।

8 / 8