AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mouth Ulcer: ভিটামিন বি১২-এর অভাবে মুখে ঘা হয়, এই খাবারগুলি ডায়েটে রাখলেই উপকার পাবেন

Mouth Ulcer: অনেকেই ভাবেন, ঠান্ডা লেগে জিভে এবং গালের ভিতরে ঘা হয়েছে। কিন্তু, কেবল ঠান্ডা লাগলে নয়, ভিটামিনের অভাবেও মুখে ঘা হতে পারে। প্রায়ই যদি মুখে ঘায়ের সমস্যায় ভোগেন এবং তার সঙ্গে ক্লান্তি অনুভব করেন, তাহলে বিষয়টি উপেক্ষা করবেন না। শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির অভাব হলেও এরকম হতে পারে।

| Updated on: May 26, 2024 | 2:32 PM
Share
অনেকেই মুখের আলসারের সমস্যায় ভোগেন। এলাচি ও মিছরি একসঙ্গে খেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়। এমনকি এলাচি ও মিছরিতে উপস্থিত বৈশিষ্ট্যগুলি মুখের আলসারের কারণে রক্তপাত কমাতেও উপকারী

অনেকেই মুখের আলসারের সমস্যায় ভোগেন। এলাচি ও মিছরি একসঙ্গে খেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়। এমনকি এলাচি ও মিছরিতে উপস্থিত বৈশিষ্ট্যগুলি মুখের আলসারের কারণে রক্তপাত কমাতেও উপকারী

1 / 8
অনেকেই ভাবেন, ঠান্ডা লেগে জিভে এবং গালের ভিতরে ঘা হয়েছে। কিন্তু, কেবল ঠান্ডা লাগলে নয়, ভিটামিনের অভাবেও মুখে ঘা হতে পারে

অনেকেই ভাবেন, ঠান্ডা লেগে জিভে এবং গালের ভিতরে ঘা হয়েছে। কিন্তু, কেবল ঠান্ডা লাগলে নয়, ভিটামিনের অভাবেও মুখে ঘা হতে পারে

2 / 8
শরীর দুর্বল লাগছে? কোলেস্টেরল, ডায়াবেটিসের মাত্রাও বেশি? জয়েন্ট-পেশিতে ব্যথা অনুভব করছেন? এগুলি প্রোটিন, ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। এরকম হলে প্রোটিন-সমৃদ্ধ খাবার খান

শরীর দুর্বল লাগছে? কোলেস্টেরল, ডায়াবেটিসের মাত্রাও বেশি? জয়েন্ট-পেশিতে ব্যথা অনুভব করছেন? এগুলি প্রোটিন, ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। এরকম হলে প্রোটিন-সমৃদ্ধ খাবার খান

3 / 8
শরীর সুস্থ রাখতে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস-সহ সমস্ত পুষ্টি উপাদানই প্রয়োজন। এগুলির কোনও একটির ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়

শরীর সুস্থ রাখতে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস-সহ সমস্ত পুষ্টি উপাদানই প্রয়োজন। এগুলির কোনও একটির ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়

4 / 8
মুখে ঘা হওয়া এবং তার সঙ্গে সবসময় ক্লান্তি, দুর্বলতা ভিটামিন-বি১২-এর ঘাটতির লক্ষণ। এই ভিটামিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে পড়ে। ফলে দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে পড়ে

মুখে ঘা হওয়া এবং তার সঙ্গে সবসময় ক্লান্তি, দুর্বলতা ভিটামিন-বি১২-এর ঘাটতির লক্ষণ। এই ভিটামিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে পড়ে। ফলে দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে পড়ে

5 / 8
কয়েকটি সাধারণ খাবারের মাধ্যমেই ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণ করা সম্ভব। প্রতিদিন দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত দ্রব্য খাদ্যতালিকায় রাখুন। ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণ হলে মুখে ঘা, ক্লান্তিভাবও কেটে যাবে

কয়েকটি সাধারণ খাবারের মাধ্যমেই ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণ করা সম্ভব। প্রতিদিন দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত দ্রব্য খাদ্যতালিকায় রাখুন। ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণ হলে মুখে ঘা, ক্লান্তিভাবও কেটে যাবে

6 / 8
অনেকেই দুধ খান না। তাঁরা রোজ খাদ্য তালিকায় ডাল রাখতে পারেন। ভিটামিনের আধার হল ডাল। এছাড়া সয়াবিন, ব্রকলির খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ভিটামিন-বি১২-এর ঘাটতি পূরণ করতে এগুলি খুব কার্যকরী

অনেকেই দুধ খান না। তাঁরা রোজ খাদ্য তালিকায় ডাল রাখতে পারেন। ভিটামিনের আধার হল ডাল। এছাড়া সয়াবিন, ব্রকলির খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ভিটামিন-বি১২-এর ঘাটতি পূরণ করতে এগুলি খুব কার্যকরী

7 / 8
ভিটামিন-বি১২- সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও ঘাটতি পূরণ না হলে ভিটামিন ক্যাপসুল খেতে পারেন। প্রাপ্তবয়স্করা প্রতিদিন ২.৪ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন-বি১২ ক্যাপসুল খেতে পারেন। তবে অসুস্থ, শিশু, গর্ভবতী এবং বয়স্করা এই ধরনের ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন

ভিটামিন-বি১২- সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও ঘাটতি পূরণ না হলে ভিটামিন ক্যাপসুল খেতে পারেন। প্রাপ্তবয়স্করা প্রতিদিন ২.৪ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন-বি১২ ক্যাপসুল খেতে পারেন। তবে অসুস্থ, শিশু, গর্ভবতী এবং বয়স্করা এই ধরনের ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন

8 / 8