Monsoon Destination In India: ভরা বর্ষায় বন্য প্রকৃতি আর আপনি, মিলেমিশে একাকার; ঘুরে আসুন দেশের এই ৬ জায়গা থেকে

Monsoon Travel: বর্ষায় যে কোনও জায়গার প্রাকৃতিক শোভা থাকে অপরূপ। তাই দেরী না করে সামনের লং উইকএন্ডেই ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন

| Edited By: | Updated on: Jul 23, 2023 | 6:20 PM
রাজ্যে বর্ষার চরিত্র বড়ই মন্দ। কখনও মেঘ, কখনও বৃষ্টি কোনও ঠিক ঠিকানা নেই। এদিকে বৃষ্টি হলেও গরমে কোনও খামতি নেই। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সকলেই।

রাজ্যে বর্ষার চরিত্র বড়ই মন্দ। কখনও মেঘ, কখনও বৃষ্টি কোনও ঠিক ঠিকানা নেই। এদিকে বৃষ্টি হলেও গরমে কোনও খামতি নেই। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সকলেই।

1 / 8
এমন দিনে রাজ্যের কোনও প্রান্তেই স্বস্তি নেই। একমাত্র উত্তরবঙ্গ ছাড়া। আর তাই এই বর্ষায় ঘুরে আসতে পারেন বারতের এই ৬ জনপ্রিয় জায়গা থেকে। হাতে দিন পাঁচেক সময় থাকলেই ঘুরে আসুন এই কয়েকটি জায়গা থেকে।

এমন দিনে রাজ্যের কোনও প্রান্তেই স্বস্তি নেই। একমাত্র উত্তরবঙ্গ ছাড়া। আর তাই এই বর্ষায় ঘুরে আসতে পারেন বারতের এই ৬ জনপ্রিয় জায়গা থেকে। হাতে দিন পাঁচেক সময় থাকলেই ঘুরে আসুন এই কয়েকটি জায়গা থেকে।

2 / 8
সামনেই রয়েছে লং উইকএন্ড। আর তাই ছুটি জমিয়ে ঘুরে আসুন। প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন বর্ষায়। এক্ষেত্রে ফ্রাইট ছাড়া কোনও গতি নেই। সময় বাঁচাতে হলে টাকা তো খরচ করতেই হবে।

সামনেই রয়েছে লং উইকএন্ড। আর তাই ছুটি জমিয়ে ঘুরে আসুন। প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন বর্ষায়। এক্ষেত্রে ফ্রাইট ছাড়া কোনও গতি নেই। সময় বাঁচাতে হলে টাকা তো খরচ করতেই হবে।

3 / 8
বর্ষায় সব থেকে ভাল হল দক্ষিণ ভারত। তামিলনাড়ু, কর্ণাটকে অনেক জায়গা আছে যা এই বর্ষায় খুব ভাল লাগে। বেঙ্গালুরুর খুব কাছে রয়েছে হোগেনাক্কাল ফলস। বেঙ্গালুরু থেকে মাত্র তিন ঘন্টাতেই পৌঁছতে পারবেন এখানে।

বর্ষায় সব থেকে ভাল হল দক্ষিণ ভারত। তামিলনাড়ু, কর্ণাটকে অনেক জায়গা আছে যা এই বর্ষায় খুব ভাল লাগে। বেঙ্গালুরুর খুব কাছে রয়েছে হোগেনাক্কাল ফলস। বেঙ্গালুরু থেকে মাত্র তিন ঘন্টাতেই পৌঁছতে পারবেন এখানে।

4 / 8
দক্ষিণের শৈলশহরের মধ্যে খুবই জনপ্রিয় পর্যটনস্থল হল উটি। এই বর্ষায় উটি ঘুরতেও কিন্তু দারুণ লাগে। নীলগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গ ইত্যাদি দেখে নিন ভাগে ভাগে। উটিতে গেলে অবশ্যই ঘরোয়া চকোলেটের স্বাদ নিতে ভুলবেন না।

দক্ষিণের শৈলশহরের মধ্যে খুবই জনপ্রিয় পর্যটনস্থল হল উটি। এই বর্ষায় উটি ঘুরতেও কিন্তু দারুণ লাগে। নীলগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গ ইত্যাদি দেখে নিন ভাগে ভাগে। উটিতে গেলে অবশ্যই ঘরোয়া চকোলেটের স্বাদ নিতে ভুলবেন না।

5 / 8
আরও একটি মনোরাম জায়গা হল কেরলের ওয়েনাড়। অরণ্য, পাহাড় আর জলপ্রপাতের সমন্বয়ে এই জায়গা ঘুরে আসতে দারুণ লাগে। কর্ণাটকের বিখ্যাত বন্দিপুর অভয়ারণ্যে ওয়েনাড় থেকে সহজেই যাওয়া যায়। ওয়েনাড়ের আরেক অসাধারণ আকর্ষণ হল ট্রি-হাউস। ট্রেকিং, ঝর্ণা, পাহাড় নিয়ে দারুণ জায়গা।

আরও একটি মনোরাম জায়গা হল কেরলের ওয়েনাড়। অরণ্য, পাহাড় আর জলপ্রপাতের সমন্বয়ে এই জায়গা ঘুরে আসতে দারুণ লাগে। কর্ণাটকের বিখ্যাত বন্দিপুর অভয়ারণ্যে ওয়েনাড় থেকে সহজেই যাওয়া যায়। ওয়েনাড়ের আরেক অসাধারণ আকর্ষণ হল ট্রি-হাউস। ট্রেকিং, ঝর্ণা, পাহাড় নিয়ে দারুণ জায়গা।

6 / 8
এই বর্ষায় কর্ণাটকের গোকর্ণও কিন্তু দারুণ জায়গা। এই সমুদ্র শহরটি খুবই প্রাচীন। এর একদিকে রয়েছে মন্দির আর অন্যদিকে সমুদ্র। আরব সাগারের শোভা, পাহাড় এখানে মিশে একাকার। তাই একে সাউথের গোয়াও বলা হয়ে থাকে।

এই বর্ষায় কর্ণাটকের গোকর্ণও কিন্তু দারুণ জায়গা। এই সমুদ্র শহরটি খুবই প্রাচীন। এর একদিকে রয়েছে মন্দির আর অন্যদিকে সমুদ্র। আরব সাগারের শোভা, পাহাড় এখানে মিশে একাকার। তাই একে সাউথের গোয়াও বলা হয়ে থাকে।

7 / 8
বছরের যে কোনও সময় গোয়া ভাল লাগে। তবে বর্ষায় গোয়া ঘুরে আসার মজাটাই অন্যরকম। কখনও মেঘ কখনও বৃষ্টি আর এর মাঝে গোয়ার সমুদ্রতট। আকাশ আর জল কখন যেন মিলেমিশে একাকার হয়ে যায়।  হাতে পাঁচদিন সময় থাকলেই দারুণ গোয়া ট্রিপ হয়ে যাবে। তাই দেরি নয়, ব্যাগ গোছান ঝটপট।

বছরের যে কোনও সময় গোয়া ভাল লাগে। তবে বর্ষায় গোয়া ঘুরে আসার মজাটাই অন্যরকম। কখনও মেঘ কখনও বৃষ্টি আর এর মাঝে গোয়ার সমুদ্রতট। আকাশ আর জল কখন যেন মিলেমিশে একাকার হয়ে যায়। হাতে পাঁচদিন সময় থাকলেই দারুণ গোয়া ট্রিপ হয়ে যাবে। তাই দেরি নয়, ব্যাগ গোছান ঝটপট।

8 / 8
Follow Us: