হঠাৎ করেই ত্বকের বিভিন্ন অংশ কালো হয়ে যাচ্ছে? কারণটা ওয়াক্সিং নয় তো!
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Feb 08, 2024 | 3:30 PM
Side Effects Of Waxing: দীর্ঘদিন ধরে ওয়াক্সিং করলে সহজেই ত্বকের ওপর বলিরেখা দেখা দেয়, ত্বক কুঁচকে যায়। আমাদের ত্বক অনেকটা ইলাস্টিকের মত হয়, টানলে প্রসারিত হয় এবং ছেড়ে দিলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। ওয়াক্সিংয়ে ক্রমাগত এই বিষয়টাই দেখা দেয়।
1 / 8
ওয়াক্সিংয়ের একাধিক সুবিধা রয়েছে। এটি ত্বককে মোলায়েম করে তোলে, ত্বক থেকে ট্যান দূর করে, ত্বককে করে তোলে সুন্দর। কিন্তু এই সবের পরেও ওয়াক্সিংয়ের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
2 / 8
এই বিষয়ে কি আপনি অবগত? হ্যাঁ, ওয়াক্সিং করালে ত্বক তো সুন্দর হয়ই, কিন্তু ঘন ঘন ওয়াক্সিং করালে ক্ষতিও হয় ত্বকের। দীর্ঘ দিন ধরে ক্রমাগত ওয়াক্সিং করালে ত্বকের ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়।
3 / 8
দীর্ঘদিন ধরে ওয়াক্সিং করলে সহজেই ত্বকের ওপর বলিরেখা দেখা দেয়, ত্বক কুঁচকে যায়। আমাদের ত্বক অনেকটা ইলাস্টিকের মত হয়, টানলে প্রসারিত হয় এবং ছেড়ে দিলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে।
4 / 8
ওয়াক্সিংয়ে ক্রমাগত এই বিষয়টাই দেখা দেয়। যার ফলে ত্বক কুঁচকে যায় এবং ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ত্বকের ওপর মোমের প্রলেপ লাগিয়ে লোমগুলিকে তুলে ফেলতে হয়, এর ফলে ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়।
5 / 8
দীর্ঘ দিন ধরে ওয়াক্সিং করানোর ফলে, ত্বকের রঙ পরিবর্তন হতে থাকে। যেহেতু ত্বকের ওপর টান পড়ে তাই ত্বকের রঙও পরিবর্তন হয়ে যায়।
6 / 8
এর সবচেয়ে প্রভাব দেখা দেয় আন্ডারআর্মসে। অনেকেই রয়েছেন যাদের আন্ডারআর্মস ত্বকের অন্যান্য অংশের তুলনায় কালো। এর কারণ হল নিয়মিত ওয়াক্সিং।
7 / 8
ওয়াক্সিং করার ফলে একটা সময় ত্বকের বিভিন্ন অংশ কালো হতে শুরু করে। অনেকেরই ওয়াক্সিং করার পর লোমকূপ থেকে রক্ত বেড়িয়ে যায়। এর ফলে ত্বকের ওপর বিভিন্ন রকমের সংক্রমণ দেখা দেয়।
8 / 8
উপরন্ত বিশ্বাসযোগ্য জায়গা থেকেই ওয়াক্সিং করানো ভাল। অন্যের ব্যবহার করা থেকে জিনিস থেকে সংক্রমণের ভয় বেশি থাকে।