Lunch Recipe: পটল, মুগ ডাল আর দুধ দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ, ভাত খাবেন চেটেপুটে
Parwal Recipe: পটল ভাতে, পটল ভাজা থেকে পটল দিয়ে নানা রকম সুস্বাদু রান্না করা যায়। দই-পটল, পটল-চিংড়ি তো অনেকেই খেয়েছেন। কিন্তু, দুধ-মুগ-পটলের কথা শুনেছেন? খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এটি। আর ঠিকমতো রান্না করতে পারলে ভাতের থালা চেটেপুটে খাবেন।