বাসন মাজার কথা ভাবলেই অনেকের গায়ে জ্বর আসে। তেল-মশলা মাখা বাসন পরিষ্কার করতে বেশ ঝক্কি পোহাতে হয়। অনেক সময় বাসনের জেদি দাগ তুলতেও কষ্ট হয়।
বাসন মাজতে গিয়ে যদি দেখেন সাবান শেষ তখন আরও বিরক্তি লাগে। বেশিরভাগ ক্ষেত্রে বাসন মাজতে তরল সাবানের প্রয়োজন পড়ে। বাসন মাজতে অন্য কোনও সাবান ব্যবহার করা চলে না।
প্রতীকী ছবি
ফুটন্ত গরম জলে হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিন। ফেনা তৈরি হবে। এটা দিয়ে বাসন মেজে নিন। এতে বাসনের জেদি দাগ দূর হয়ে যাবে। পাশাপাশি বাসনও পরিষ্কার হয়ে যাবে।
কড়াইয়ের তলায় পোড়া দাগ? আবার বাসন মাজার সাবানও শেষ? এই সময় জলের সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডার পেস্ট দিয়ে বাসন মেজে নিন। স্টিলের বাসন ঝকঝকে হবে।
বাসন থেকে তেলতেলে ভাব দূর করা সহজ কাজ নয়। পাতিলেবুর রসের সঙ্গে নুন মিশিয়ে নিন। এই মিশ্রণটা দিয়ে ভাল করে বাসন মেজে নিন। এতে বাসন থেকে যাবতীয় ময়লা ও ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে।
চাল ধোয়া জল দিয়েও আপনি বাসন ধুয়ে নিতে পারেন। এঁটো বাসন ঝকঝকে করার সহজ উপায়। চাল ধোয়া জল বাসন ধোয়ার পর আবার সাধারণ জল দিয়ে বাসন ধুয়ে নিন।
ভিনিগার দিয়েও বাসন পরিষ্কার করতে পারেন। অল্প জলে ভিনিগার মিশিয়ে নিন। এই জল দিয়ে ভাল করে বাসন মেজে নিন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে মেজে নিন। পরিষ্কার জলে ধুয়ে নিলেই কাজ শেষ।