Blackheads: দাম দিয়ে কেনা ক্রিম নয়, রান্নাঘরের সাধারণ এই উপকরণেই ব্ল্যাকহেডস হবে দূর
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 08, 2024 | 5:20 PM
Blackheads remove tips: একটি বড় বাটিতে বেকিং সোডা, আর দুটি চামচে কমলা লেবুর খোসা নিয়ে পেস্ট বানাতে হবে। এই মিশ্রণ এরপর মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখার পর জলের ছিটে দিয়ে তুলে নিন মাস্কটি। এক মিনিট ধরে হালকা হালকা হাত দিয়ে তা ম্যাসাজ করে নিন
1 / 8
নাকের দু'পাশে ব্ল্যাকহেডসের সমস্যায় অনেকেই ভোগেন। আর এই ব্ল্যাকহেডস দেখতে মোটেই ভাল লাগে না। দিনের পর দিন এই ব্ল্যাকহেডস থাকলে চামড়া মোটা হয়ে যায়। আর নিয়মিত ট্রিটমেন্ট না করলে এই ব্ল্যাকহেডস তোলা যায় না
2 / 8
এই ব্ল্যাক হেডস থাকলে মেকআপ করলেও দেখতে খারাপ লাগে। কারণ মেকআপের উপরেও ফুটে উঠে সেই কালো ছোপ। অনেকেই পার্লারে গিয়ে এই ব্ল্যাক হেডস তুলে আসেন। তবে এভাবে তুললে জ্বালা করে আর সব সময় যে কাজ হবে এমনটা নয়
3 / 8
এখন ব্ল্যাক হেডস তোলায় অনেক রকম ক্রিম পাওয়া যায়। তবে সেই ক্রিমে যে খুব ভাল কাজ হয় এমনটা নয়। এর চেয়ে বাড়িতে থাকা উপকরণেই তুলে নিন যাবতীয় ব্ল্যাকহেডস। দেখুন কী কী উপায়ে তা তুলবেন
4 / 8
একটি বড় বাটিতে বেকিং সোডা, আর দুটি চামচে কমলা লেবুর খোসা নিয়ে পেস্ট বানাতে হবে। এই মিশ্রণ এরপর মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখার পর জলের ছিটে দিয়ে তুলে নিন মাস্কটি। এক মিনিট ধরে হালকা হালকা হাত দিয়ে তা ম্যাসাজ করে নিন
5 / 8
এছাড়াও কাজে লাগাতে পারেন সুজি। এই সুজি দিয়েও দারুণ কাজ হয়। খুব ভাল মুখ পরিষ্কারের জন্য। সুজি এক চামচ নিয়ে ওর মধ্যে ১ চামচ লেবুর রস আর ১ চামচ মধু মিশিয়ে দিতে হবে। এবার এতে ১ চামচ টকদই দিন
6 / 8
সুজির মধ্যে আছে অনেক উপকরণ। যা ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে। ফেসওয়াশ হিসেবে রোজ ব্যবহার করে নিতে পারেন এই প্যাক। এতে দাগ ছোপ খুব সহজেই উঠে যায়
7 / 8
এবার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ফিরবে গ্লো। সুজির মধ্যে থাকে উপকারী বেশ কিছু উপাদান। যা আমাদের মুখ পরিষ্কার রাখতে কাজে আসে
8 / 8
সি সল্ট, মধু, কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের দুপাশে লাগান। এতেও কিন্তু দাগ ছোপ খুব সহজেই তুলে ফেলা যায়