Cappuccino: পুজোর আড্ডার মৌতাত জমবে এবার কফি দিয়েই, ক্যাফে নয় বানান বাড়িতেই
Coffee Recipe:
গ্লাসে বরফকুচি দিয়ে কফি সিরাপ ঢেলে দিন। এবার ব্রিউ করা কফিটা মিশিয়ে দিন। আমন্ড মিল্ক দিয়ে একটু ফেটিয়ে নিন। ব্লেন্ডারে ক্রিম ও ভ্যানিলা সিরাপ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ও আমন্ড মিল্ক উপর থেকে গ্লাসে ঢেলে নিন