AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basi Roti Facepack: রাতে দুটো রুটি বেঁচে গিয়েছে? সকালে ফেসপ্যাক বানিয়ে নিন, মুখ চকচক করবে আয়নার মতো

Skin Care: বাসি রুটি ফেলে না দিয়ে এভাবেই লাগিয়ে নিন রূপচর্চায়

| Edited By: | Updated on: May 01, 2023 | 7:25 PM
Share
বাসি রুটি বাড়িতে থেকেই যায়। রোজ গুণে গুণে রুটি বানানো হলেও যে তা খরচা  হয় এমন নয়। বাসি রুটি কেউ খেয়ে নেন আবার কেউ ফেলে দেন।

বাসি রুটি বাড়িতে থেকেই যায়। রোজ গুণে গুণে রুটি বানানো হলেও যে তা খরচা হয় এমন নয়। বাসি রুটি কেউ খেয়ে নেন আবার কেউ ফেলে দেন।

1 / 8
যাদের গ্যাস, অম্বলের সমস্যা রয়েছে তারা সাধারণত বাসি রুটি এড়িয়েই চলেন। কোনও ভাবেই খাবার নষ্ট করা ঠিক নয়। আর তাই এই রুটি ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়।

যাদের গ্যাস, অম্বলের সমস্যা রয়েছে তারা সাধারণত বাসি রুটি এড়িয়েই চলেন। কোনও ভাবেই খাবার নষ্ট করা ঠিক নয়। আর তাই এই রুটি ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়।

2 / 8
গরমে ত্বকের পরিচর্যার জন্য এই বাসি রুটি আদর্শ। গরমে এমনিতেই ঘামে, দূষণে ত্বক বেশি তেলতেলে হয়ে যায়।

গরমে ত্বকের পরিচর্যার জন্য এই বাসি রুটি আদর্শ। গরমে এমনিতেই ঘামে, দূষণে ত্বক বেশি তেলতেলে হয়ে যায়।

3 / 8
তেলতেলে ত্বকে নানা রকম সমস্যা হয়। অ্যালার্জির সমস্যা, ব্রণ, ফুসকুড়ি লেগেই থাকে। এক্ষেত্রে খুব জরুরি হল স্ক্রাবিং। এই রুটি দিয়েই বানিয়ে নিতে পারেন ফেসস্ক্রাব আর ফেসপ্যাক।

তেলতেলে ত্বকে নানা রকম সমস্যা হয়। অ্যালার্জির সমস্যা, ব্রণ, ফুসকুড়ি লেগেই থাকে। এক্ষেত্রে খুব জরুরি হল স্ক্রাবিং। এই রুটি দিয়েই বানিয়ে নিতে পারেন ফেসস্ক্রাব আর ফেসপ্যাক।

4 / 8
প্রথমে বাসি রুটি দুটি টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর ওটস মিক্সিতে দিয়ে একইভাবে গুঁড়ো করে নিন।

প্রথমে বাসি রুটি দুটি টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর ওটস মিক্সিতে দিয়ে একইভাবে গুঁড়ো করে নিন।

5 / 8
এরপর রুটি ও ওটসের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে যোগ করুন ২ চামচ সর, ৪ চামচ গোলাপ জল ও এক চিমটে হলুদ। সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রুটির ফেসপ্যাক।

এরপর রুটি ও ওটসের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে যোগ করুন ২ চামচ সর, ৪ চামচ গোলাপ জল ও এক চিমটে হলুদ। সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রুটির ফেসপ্যাক।

6 / 8
মুখ আর গলায় এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে তা ধুয়ে নিন।

মুখ আর গলায় এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে তা ধুয়ে নিন।

7 / 8
তবে এই স্ক্রাব লাগিয়ে খুব বেশি মুখ ঘষবেন না। এতে মুখে দাগ পড়বে। লাগিয়ে রেখে হালকা ঘষে ধুয়ে নিন।

তবে এই স্ক্রাব লাগিয়ে খুব বেশি মুখ ঘষবেন না। এতে মুখে দাগ পড়বে। লাগিয়ে রেখে হালকা ঘষে ধুয়ে নিন।

8 / 8