Garlic Peels: রসুনের খোসা ছাড়িয়ে ফেলে দেন? এবার জমিয়ে রেখে হেঁশেলের এই ৫ কাজে ব্যবহার করুন
Kitchen Tips: রসুনের খোসা ছাড়ানো বেশ ঝক্কির। রসুনের খোসা ছাড়াতে বেশ সময় যায়। গরম জলে ভিজিয়ে বা থেঁতো করে রসুনের খোসা সহজেই ছড়িয়ে নেওয়া হয়। কিন্তু এই খোসাগুলো কী করেন? ফেলে দেন? এবার আর ফেলবেন না। হেঁশেলের কাজেই লাগান বিভিন্ন উপায়ে।
Most Read Stories