Hair Oil: এই ৬ প্রাকৃতিক তেলের সঙ্গে বন্ধু পাতান, চুলের সমস্যা দু’দিনে পালাবে

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 30, 2023 | 10:07 AM

Hair Care Tips: একটা সময় ছিল যখন মা-ঠাকুমারা নিয়মিত মাথায় তেল দিতেন। বাড়ির তৈরি ভেষজ তেল চুলের জন্য দারুণ উপকারী। কিন্তু সবার পক্ষে ভেষজ তেল তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করুন।

1 / 8
কথায় রয়েছে, তেলে চুল তাজা। নিয়মিত তেল মাখলে চুল ও স্ক্যাল্পের একাধিক সমস্যা এড়ানো যায়। কিন্তু সমস্যা হল, অনেকেই বুঝতে পারেন না, যে কোন তেল ব্যবহার করা উচিত। এর সমাধানও রয়েছে আমাদের কাছে।

কথায় রয়েছে, তেলে চুল তাজা। নিয়মিত তেল মাখলে চুল ও স্ক্যাল্পের একাধিক সমস্যা এড়ানো যায়। কিন্তু সমস্যা হল, অনেকেই বুঝতে পারেন না, যে কোন তেল ব্যবহার করা উচিত। এর সমাধানও রয়েছে আমাদের কাছে।

2 / 8
চুলের যত্ন নিতে হেয়ার স্পা, হেয়ার প্যাকের বাহার বেড়েছে। কিন্তু একটা সময় ছিল যখন মা-ঠাকুমারা নিয়মিত মাথায় তেল দিতেন। বাড়ির তৈরি ভেষজ তেল চুলের জন্য দারুণ উপকারী। কিন্তু সবার পক্ষে ভেষজ তেল তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করুন।

চুলের যত্ন নিতে হেয়ার স্পা, হেয়ার প্যাকের বাহার বেড়েছে। কিন্তু একটা সময় ছিল যখন মা-ঠাকুমারা নিয়মিত মাথায় তেল দিতেন। বাড়ির তৈরি ভেষজ তেল চুলের জন্য দারুণ উপকারী। কিন্তু সবার পক্ষে ভেষজ তেল তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করুন।

3 / 8
চুলের সমস্যায় সবচেয়ে উপকারী হল নারকেল তেল। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ই ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এই তেল যেমন চুলকে পুষ্টি জোগায়, চুলের জট ছাড়াতে সাহায্য করে।

চুলের সমস্যায় সবচেয়ে উপকারী হল নারকেল তেল। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ই ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এই তেল যেমন চুলকে পুষ্টি জোগায়, চুলের জট ছাড়াতে সাহায্য করে।

4 / 8
টি ট্রি অয়েল এসেনশিয়াল অয়েল হলেও চুলের যত্নে এর জুড়ি মেলা ভার। এই তেল খুশকির সমস্যা দূর করে। পাশাপাশি চুল পড়াও রোধ করে। যে কোনও ক্যারিয়ার অয়েলের সঙ্গে দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাখলেই পেয়ে যাবেন ঘন ও রেশমের মতো চুল।

টি ট্রি অয়েল এসেনশিয়াল অয়েল হলেও চুলের যত্নে এর জুড়ি মেলা ভার। এই তেল খুশকির সমস্যা দূর করে। পাশাপাশি চুল পড়াও রোধ করে। যে কোনও ক্যারিয়ার অয়েলের সঙ্গে দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাখলেই পেয়ে যাবেন ঘন ও রেশমের মতো চুল।

5 / 8
চুলের যত্নে উপকারী আমন্ড অয়েলও। আমন্ডের তেলে ভিটামিন ই রয়েছে। এই পুষ্টি চুলের ফলিকল মজবুত করতে এবং চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক চুলের যত্নে আপনি এই আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

চুলের যত্নে উপকারী আমন্ড অয়েলও। আমন্ডের তেলে ভিটামিন ই রয়েছে। এই পুষ্টি চুলের ফলিকল মজবুত করতে এবং চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক চুলের যত্নে আপনি এই আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

6 / 8
চুলের যত্নে উপকারী অলিভ অয়েল। এই তেলের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই তেল চুলের ভিতরে পুষ্টি জোগায়। অলিভ অয়েল মাখলে চুল নরম ও কোমল থাকে।

চুলের যত্নে উপকারী অলিভ অয়েল। এই তেলের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই তেল চুলের ভিতরে পুষ্টি জোগায়। অলিভ অয়েল মাখলে চুল নরম ও কোমল থাকে।

7 / 8
অ্যাভোকাডোর তেল চুলের জন্য উপকারী। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে। এটি স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি খুশকির সমস্যা দূর করে। রোদে তেজ থেকে চুলকে বাঁচাতে রোজ অ্যাভোকাডোর তেল ব্যবহার করুন।

অ্যাভোকাডোর তেল চুলের জন্য উপকারী। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে। এটি স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি খুশকির সমস্যা দূর করে। রোদে তেজ থেকে চুলকে বাঁচাতে রোজ অ্যাভোকাডোর তেল ব্যবহার করুন।

8 / 8
আপনার চুল কি খুব পাতলা? যে কোনও হেয়ার স্টাইল করলে চুল নিস্তেজ দেখায়? জোজোবা তেল মাখুন। এই তেল আপনার চুলে আর্দ্রতা এনে দেয়। পাশাপাশি খুশকি ও চুল পড়ার সমস্যা প্রতিরোধ করে।

আপনার চুল কি খুব পাতলা? যে কোনও হেয়ার স্টাইল করলে চুল নিস্তেজ দেখায়? জোজোবা তেল মাখুন। এই তেল আপনার চুলে আর্দ্রতা এনে দেয়। পাশাপাশি খুশকি ও চুল পড়ার সমস্যা প্রতিরোধ করে।

Next Photo Gallery