Amla for Hair: দামী প্রসাধনী নয়, সস্তার ফলেই রক্ষা হবে আপনার চুলের স্বাস্থ্য
রাসায়নিক থেকে তৈরি প্রসাধনী উল্টে চুলের আরও ক্ষতি করে। কিন্তু কম খরচে প্রাকৃতিক উপায়েই আপনি চুলকে করে তুলতে পারেন সুন্দর। এই কাজে আমলকির জুড়ি নেই। সস্তার এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় বাজারে। তা দিয়েই কীভাবে চুলের যত্ন নেওয়া যায় জানুন।
1 / 8
বড় চুল যাঁদের, বিশেষত মহিলাদের নিয়মিত চুলের যত্ন নিতে হয়। যত্ন না নিলে চুলে হয়ে যায় রুক্ষ। এর পাশাপাশি বিভিন্ন সমস্যাও ভিড় করে।
2 / 8
নিষ্প্রাণ কেশের প্রাণ ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনীর শরণাপন্ন হন। হাজার হাজার টাকা খরচ করে সেই সব প্রসাধনী কেনেন। কিন্তু তা থেকে সব সময় কাঙ্খিত ফল পাওয়া যায় না।
3 / 8
এমনকি রাসায়নিক থেকে তৈরি প্রসাধনী উল্টে চুলের আরও ক্ষতি করে। কিন্তু কম খরচে প্রাকৃতিক উপায়েই আপনি চুলকে করে তুলতে পারেন সুন্দর।
4 / 8
এই কাজে আমলকির জুড়ি নেই। সস্তার এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় বাজারে। তা দিয়েই কীভাবে চুলের যত্ন নেওয়া যায় জানুন।
5 / 8
আমলকি থেকে তৈরি তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করুন। তাতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন।
6 / 8
আমলকি, মধু ও দই দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। দুচামচ আমলা পাউডার গরম জলে মিশিয়ে নিন। তার পর দই ও মধু মিশিয়ে মাস্কটি তৈরি করুন। চুলে ভালো ভাবে মেখে আধ ঘণ্টা রাখুন। তার পর চুল ধুয়ে ফেলুন।
7 / 8
চুলের গোড়ায় টাটকা আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় আর চুলের বাড়বৃদ্ধিও হয় চমৎকার। মিনিট পাঁচেক চুলের গোড়ায় এই রস দিয়ে মালিশ করে ১০ মিনিটের মতো অপেক্ষা করুন। তার পর ভালো কোনও মোলায়েম শ্যাম্পু আর অল্প গরম জলে চুল ধুয়ে ফেলুন।
8 / 8
যাঁদের চুল অকালে চুল পেকে যাচ্ছে, তাঁরা আমলকি ব্যবহার করে দেখতে পারেন। আমলকি একদিকে যেমন চুল ঘন কালো রাখে, তেমনি ম্যাড়মেড়ে শুকনো চুলে উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে পারে।