Home Remedies for Wrinkles: দরকার নেই Anti Wrinkle ক্রিম, টমেটোর গুণেই একধাক্কায় বয়স কমবে ২৫ বছর
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 17, 2023 | 9:00 AM
Anti Wrinkle Cream: রাতে ঘুমোতে যাওয়ার আগে টমেটোর মধ্যে চিনি আর চালের গুঁড়ো দিয়ে ভাল করে ঘষে নিন। এতে মুখ পরিষ্কার হবে। ট্যান আর কালো দাগও খুব সহজেই দূর করা যাবে
1 / 8
বয়স বেড়ে গেলে কার আর ভাল লাগে! খাতায় কলমে বয়স বাড়লেও সকলে মন থেকে ছোটই থাকতে চান। বয়স বাড়লে ধীরে ধীর ত্বকেও তার প্রভাব পড়ে।
2 / 8
ত্বক বুড়িয়ে যায়, ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে। কে আর ভালবাসে ত্বকে এমন দাগ ছোপ পড়লে! আনেকের অবশ্য বয়স বাড়লেও ত্বকে কোনও ছাপ পড়ে না
3 / 8
বর্তমানের খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভেজাল খাওয়ার ফলে ত্বক বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছে। শরীরচর্চাও বিশেষ হয় না, ফলে মুখে চর্বি জমেও বেশি।
4 / 8
এখনকার অধিকাংশই ক্রিম, ফেসিয়াল এসবে বেশি অভ্যস্ত হয়ে পড়ছেন। মাত্রাতিরিক্ত হারে রাসায়নিক ব্যবহারের ফলে সেই প্রভাব ত্বকের উপরেও পড়ছে। তাই বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়ে বাজার চলতি অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার না করে কাজে লাগান ঘরোয়া এই টোটকা।
5 / 8
একটি টমেটো দু টুকরো করে নিন। টমেটো ট্যান তুলতে যেমন কাজে আসে তেমনই বার্ধক্যও রুখে দিতে পারে। টমেটোর মধ্যে ভাল করে চিনি মাখিয়ে নিন। চিনিতে থাকে গ্লাইকোলিক অ্যাসিড।
6 / 8
এই টমেটো ব্যবহার করলে ত্বক টানটান হয় আর ত্বকের ময়লাও উঠে যায়। তবে অ্যান্টি এজিং হিসেবে টমেটো ব্যবহার করতে একটা পাত্রে চিনি আর চালের গুঁড়ো মিশিয়ে রাখুন।
7 / 8
এবার তা টমেটোর উপর লাগিয়ে ওর মধ্যো গোলাপ জল ভাল করে মিশিয়ে দিন। এবার তা মুখে আলতো করে ঘষতে থাকুন। টানা ১০ থেকে ১২ মিনিট মুখে ঘষে নিতে হবে।
8 / 8
এরপর কাপড় ভিজিয়ে মুখ ভাল করে মুছে নিন। টমেটোর অন্য টুকরোতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে ভাল করে মালিশ করতে থাকুন। এতে ব্রণ, অ্যাকনের সমস্যা চিরতরে দূর হয়ে যায়। সপ্তাহে দুদিন এভাবে টমেটো ব্যবহার করলে ফেসিয়ালেরও প্রয়োজন পড়বে না।