Homemade Lip Balm: হাতের কাছে থাকা পেট্রোলিয়াম জেলি দিয়ে বানিয়ে ফেলুন লিপবাম, শীতে পাবেন কোমল ঠোঁট

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 21, 2023 | 2:29 PM

Winter Lip Care: পেট্রোলিয়াম জেলি ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখে। শীতকালে ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ফলে, ঠোঁট ফাটা কিংবা ঠোঁটের চামড়া ওঠার সমস্যা সহজেই প্রতিরোধ করা যায়। পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে সুরক্ষা প্রদান করে এবং হাইড্রেট রাখে।

1 / 8
না চাইতেও শীতকালে ঠোঁটের খেয়াল রাখতে হয়। ঠোঁটে অ্যান্টিসেপটিক ক্রিমের মোটা প্রলেপ দেওয়ার পর ঠোঁট ফেটে চৌচির হয়। আসলে ঠোঁটে যত্নে অ্যান্টিসেপটিক ক্রিম নয়, প্রয়োজন পেট্রোলিয়াম জেলি। 

না চাইতেও শীতকালে ঠোঁটের খেয়াল রাখতে হয়। ঠোঁটে অ্যান্টিসেপটিক ক্রিমের মোটা প্রলেপ দেওয়ার পর ঠোঁট ফেটে চৌচির হয়। আসলে ঠোঁটে যত্নে অ্যান্টিসেপটিক ক্রিম নয়, প্রয়োজন পেট্রোলিয়াম জেলি। 

2 / 8
পেট্রোলিয়াম জেলি ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখে। শীতকালে ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ফলে, ঠোঁট ফাটা কিংবা ঠোঁটের চামড়া ওঠার সমস্যা সহজেই প্রতিরোধ করা যায়। 

পেট্রোলিয়াম জেলি ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখে। শীতকালে ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ফলে, ঠোঁট ফাটা কিংবা ঠোঁটের চামড়া ওঠার সমস্যা সহজেই প্রতিরোধ করা যায়। 

3 / 8
ঠোঁটের যত্নে বরাবরই পেট্রোলিয়াম জেলির কদর বেশি। লিপস্টিক থেকে শুরু করে লিপবাম তৈরিতে পেট্রোলিয়াম জেলি হল প্রধান উপাদান। পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে সুরক্ষা প্রদান করে এবং হাইড্রেট রাখে।

ঠোঁটের যত্নে বরাবরই পেট্রোলিয়াম জেলির কদর বেশি। লিপস্টিক থেকে শুরু করে লিপবাম তৈরিতে পেট্রোলিয়াম জেলি হল প্রধান উপাদান। পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে সুরক্ষা প্রদান করে এবং হাইড্রেট রাখে।

4 / 8
ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। সাদা রঙের পেট্রোলিয়াম জেলিই ঠোঁটের জন্য আদর্শ। যে সব পেট্রোলিয়াম জেলি রঙিন হয়, তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো থাকে। এগুলো ঠোঁটের জন্য উপযুক্ত নয়। 

ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। সাদা রঙের পেট্রোলিয়াম জেলিই ঠোঁটের জন্য আদর্শ। যে সব পেট্রোলিয়াম জেলি রঙিন হয়, তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো থাকে। এগুলো ঠোঁটের জন্য উপযুক্ত নয়। 

5 / 8
আজকাল রঙিন লিপবাম ব্যবহারের চলই বেশি। এই ধরনের লিপবাম ব্যবহার করলে আর লিপস্টিক পরার প্রয়োজন পড়ে না। কিন্তু ঠোঁটের জন্য এগুলো ব্যবহার করা নিরাপদ নয়। তার চেয়ে বাড়িতেই লিপবাম বানিয়ে নিন। 

আজকাল রঙিন লিপবাম ব্যবহারের চলই বেশি। এই ধরনের লিপবাম ব্যবহার করলে আর লিপস্টিক পরার প্রয়োজন পড়ে না। কিন্তু ঠোঁটের জন্য এগুলো ব্যবহার করা নিরাপদ নয়। তার চেয়ে বাড়িতেই লিপবাম বানিয়ে নিন। 

6 / 8
হাতের কাছে পেট্রোলিয়াম জেলি ও নারকেল তেল থাকলেই তৈরি হয়ে যাবে লিপবাম। ১ চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি জমে গেলেই লিপবাম তৈরি। 

হাতের কাছে পেট্রোলিয়াম জেলি ও নারকেল তেল থাকলেই তৈরি হয়ে যাবে লিপবাম। ১ চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি জমে গেলেই লিপবাম তৈরি। 

7 / 8
রঙিন লিপবাম বানাতে পারেন। বেদানার কয়েকটা দানা ছাড়িয়ে পিষে নিন। বেদানার রসের সঙ্গে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি লাল রঙের লিপবাম।

রঙিন লিপবাম বানাতে পারেন। বেদানার কয়েকটা দানা ছাড়িয়ে পিষে নিন। বেদানার রসের সঙ্গে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি লাল রঙের লিপবাম।

8 / 8
পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ছাড়াও আপনি লিপবাম বানাতে পারেন। কয়েক টুকরো বিটরুট ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। এতে এক চামচ ঘি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে লিপবাম। আয়ুর্বেদের মতে, ঘি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে।

পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ছাড়াও আপনি লিপবাম বানাতে পারেন। কয়েক টুকরো বিটরুট ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। এতে এক চামচ ঘি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে লিপবাম। আয়ুর্বেদের মতে, ঘি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে।

Next Photo Gallery