Homemade Hair Oil: মা-কাকিমাদের মতো ঘন কালো চুল পেতে চান? ভরসা রাখুন এসব তেলে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 05, 2023 | 6:39 PM

Hair Oil: জবা ফুলের পাতা ও ফুল একসঙ্গে বেটে নিন। এবার তাতে নারকেল তেল মিশিয়ে মিশ্রণটা ফুটিয়ে নিলেই হবে। ঠান্ডা করে চুলে মালিশ করুন।

1 / 8
 লম্বা ঘন চুল পেতে চুলের যত্নের প্রয়োজন। তার জন্য শুধু শ্যাম্পু করলেই চলবে না, ব্যবহার করতে হবে তেলও।

লম্বা ঘন চুল পেতে চুলের যত্নের প্রয়োজন। তার জন্য শুধু শ্যাম্পু করলেই চলবে না, ব্যবহার করতে হবে তেলও।

2 / 8
 তেলের নাম শুনলে অনেকেই নাক সিঁটকোন। তবে জানেন কি মা কাকিমাদের ঘন লম্বা চুলের রহস্য় কিন্তু তেলই।

তেলের নাম শুনলে অনেকেই নাক সিঁটকোন। তবে জানেন কি মা কাকিমাদের ঘন লম্বা চুলের রহস্য় কিন্তু তেলই।

3 / 8
এক্ষেত্রে বাজার চলতি তেলের উপর ভরসা না রেখে আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে বানানো তেল। এতে কেমিক্যাল নেই তাই চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।

এক্ষেত্রে বাজার চলতি তেলের উপর ভরসা না রেখে আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে বানানো তেল। এতে কেমিক্যাল নেই তাই চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।

4 / 8
চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ। পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারি। পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলেই ফল পাবেন।

চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ। পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারি। পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলেই ফল পাবেন।

5 / 8
 এছাড়া ব্যবহার করতে পারেন আমলকির তেল। আমলকি চুলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপাদান। নারকেল তেলের সঙ্গে আমলকি ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা করে চুলে লাগান।

এছাড়া ব্যবহার করতে পারেন আমলকির তেল। আমলকি চুলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপাদান। নারকেল তেলের সঙ্গে আমলকি ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা করে চুলে লাগান।

6 / 8
কারিপাতাও চুলের জন্য সমান গুরুত্বপূর্ণ। চুলের অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে এই পাতা। এছাড়া খুশকি দূপ করতেও সাহায্য করে এই পাতা।

কারিপাতাও চুলের জন্য সমান গুরুত্বপূর্ণ। চুলের অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে এই পাতা। এছাড়া খুশকি দূপ করতেও সাহায্য করে এই পাতা।

7 / 8
জবা ফুলের তেলও চুলের জন্য খুব ভাল। এই ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা চুলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সব উপাদান।

জবা ফুলের তেলও চুলের জন্য খুব ভাল। এই ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা চুলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সব উপাদান।

8 / 8
 জবা ফুলের পাতা ও ফুল একসঙ্গে বেটে নিন। এবার তাতে নারকেল তেল মিশিয়ে মিশ্রণটা ফুটিয়ে নিলেই হবে। ঠান্ডা করে চুলে মালিশ করুন।

জবা ফুলের পাতা ও ফুল একসঙ্গে বেটে নিন। এবার তাতে নারকেল তেল মিশিয়ে মিশ্রণটা ফুটিয়ে নিলেই হবে। ঠান্ডা করে চুলে মালিশ করুন।

Next Photo Gallery