Perfume Uses: দেহের এই সব পয়েন্টে স্প্রে করুন পারফিউম, সারাদিনেও একচুল কমবে না সুগন্ধ

Lifestyle Tips: সুগন্ধি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। সুগন্ধি ব্যবহারের ভুলের কারণেই গন্ধ দীর্ঘস্থায়ী হয় না। পারফিউমের সুগন্ধকে দীর্ঘক্ষণ ধরে রাখতে আপনাকে মানতেই হবে সেই সব নিয়ম। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: May 05, 2023 | 2:16 PM
গরমে নিত্যদিনের সঙ্গী পারফিউম, বডি স্প্রে। এমন অনেকেই রয়েছেন, যাঁরা সুগন্ধি না মেখে বাড়ির বাইরে পা রাখেন না। কিন্তু একটা সমস্যার সম্মুখীন কমবেশি সকলেই হয়। সুগন্ধির গন্ধ টেকসই হয় না। ব্যবহারের কয়েক ঘণ্টার মধ্যে গন্ধ গায়েব।

গরমে নিত্যদিনের সঙ্গী পারফিউম, বডি স্প্রে। এমন অনেকেই রয়েছেন, যাঁরা সুগন্ধি না মেখে বাড়ির বাইরে পা রাখেন না। কিন্তু একটা সমস্যার সম্মুখীন কমবেশি সকলেই হয়। সুগন্ধির গন্ধ টেকসই হয় না। ব্যবহারের কয়েক ঘণ্টার মধ্যে গন্ধ গায়েব।

1 / 8
সুগন্ধি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। সুগন্ধি ব্যবহারের ভুলের কারণেই গন্ধ দীর্ঘস্থায়ী হয় না। পারফিউমের সুগন্ধকে দীর্ঘক্ষণ ধরে রাখতে আপনাকে মানতেই হবে সেই সব নিয়ম। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক।

সুগন্ধি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। সুগন্ধি ব্যবহারের ভুলের কারণেই গন্ধ দীর্ঘস্থায়ী হয় না। পারফিউমের সুগন্ধকে দীর্ঘক্ষণ ধরে রাখতে আপনাকে মানতেই হবে সেই সব নিয়ম। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক।

2 / 8
বেশিরভাগ মানুষ জামাকাপড়ের উপর বডি স্প্রে বা পারফিউম স্প্রে করেন। এতে কখনও গন্ধ দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া এতে জামাকাপড়ের উপরও পারফিউমের দাগ পড়ে যায়। তাই জামাকাপড়ের উপর পারফিউম স্প্রে করা বন্ধ করুন।

বেশিরভাগ মানুষ জামাকাপড়ের উপর বডি স্প্রে বা পারফিউম স্প্রে করেন। এতে কখনও গন্ধ দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া এতে জামাকাপড়ের উপরও পারফিউমের দাগ পড়ে যায়। তাই জামাকাপড়ের উপর পারফিউম স্প্রে করা বন্ধ করুন।

3 / 8
বডি স্প্রে বা পারফিউম সবসময় ত্বকের উপর সরাসরি প্রয়োগ করবেন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে পারফিউম শরীরের বিশেষ অংশে স্প্রে করা উচিত। তবেই দীর্ঘক্ষণ গন্ধ থাকবে।

বডি স্প্রে বা পারফিউম সবসময় ত্বকের উপর সরাসরি প্রয়োগ করবেন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে পারফিউম শরীরের বিশেষ অংশে স্প্রে করা উচিত। তবেই দীর্ঘক্ষণ গন্ধ থাকবে।

4 / 8
দেহের যে সব অংশে হৃদ্‌স্পন্দন অনুভূত হয় সেখানে সুগন্ধি স্প্রে করুন। কব্জি, গলার তলা, কানের পিছন, হাতে ভাঁজে পারফিউম স্প্রে করতে পারেন। এগুলোকে দেহের পালস পয়েন্ট বলা হয়। এখানে পারফিউম স্প্রে করলে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

দেহের যে সব অংশে হৃদ্‌স্পন্দন অনুভূত হয় সেখানে সুগন্ধি স্প্রে করুন। কব্জি, গলার তলা, কানের পিছন, হাতে ভাঁজে পারফিউম স্প্রে করতে পারেন। এগুলোকে দেহের পালস পয়েন্ট বলা হয়। এখানে পারফিউম স্প্রে করলে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

5 / 8
কব্জিতে পারফিউম স্প্রে করে দু'হাত দিয়ে ঘষে নেন? অনেকেই মনে করেন যে, এই টোটকায় গন্ধ দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এতে কোনও কাজ হয় না। বরং এতে গন্ধ দ্রুত উধাও হয়ে যেতে পারে।

কব্জিতে পারফিউম স্প্রে করে দু'হাত দিয়ে ঘষে নেন? অনেকেই মনে করেন যে, এই টোটকায় গন্ধ দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এতে কোনও কাজ হয় না। বরং এতে গন্ধ দ্রুত উধাও হয়ে যেতে পারে।

6 / 8
পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস ভাল নয়। এই টোটকা কখনওই কার্যকর হয় না। বরং, এমনটা করলে পারফিউমের মধ্যে থাকা মলিকিউলগুলো ভেঙে যায়। এতে গন্ধ নষ্ট হয়ে যায়। উগ্র গন্ধ ছাড়ে।

পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস ভাল নয়। এই টোটকা কখনওই কার্যকর হয় না। বরং, এমনটা করলে পারফিউমের মধ্যে থাকা মলিকিউলগুলো ভেঙে যায়। এতে গন্ধ নষ্ট হয়ে যায়। উগ্র গন্ধ ছাড়ে।

7 / 8
অনেকেই গন্ধ দীর্ঘস্থায়ী করার জন্য একই স্থানে পাঁচ-ছ'বার পারফিউম স্প্রে করার দরকার নেই। এমনকী গোটা শরীর জুড়ে বডি স্প্রে প্রয়োগ করতে নেই। দেহের পালস পয়েন্টে তিন থেকে চারবার সুগন্ধি স্প্রে করলেই গন্ধ টেকসই হবে।

অনেকেই গন্ধ দীর্ঘস্থায়ী করার জন্য একই স্থানে পাঁচ-ছ'বার পারফিউম স্প্রে করার দরকার নেই। এমনকী গোটা শরীর জুড়ে বডি স্প্রে প্রয়োগ করতে নেই। দেহের পালস পয়েন্টে তিন থেকে চারবার সুগন্ধি স্প্রে করলেই গন্ধ টেকসই হবে।

8 / 8
Follow Us: