ব্রণর জ্বালা কমবে ১ মিনিটে, রান্নাঘরের তাকে রাখা অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করুন
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 25, 2023 | 1:30 PM
Apple Cider Vinegar for Skin: আপেলের রসকে ফার্মেন্টেড করে তৈরি হয় অ্যাপেল সাইডার ভিনিগার। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। ত্বকের যত্নে একাধিক সমস্যা দূর করে দিতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার।
1 / 8
চটজলদি রোগা হওয়ার আশায় অ্যাপেল সাইডার ভিনিগার কিনেছিলেন। এক মাস কোনও রকমে খেয়েছেন। তারপর থেকে রান্নাঘরের তাকে পরেই রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার বোতল। এবার এটাকে কাজে লাগান রূপচর্চায়।
2 / 8
আপেলের রসকে ফার্মেন্টেড করে তৈরি হয় অ্যাপেল সাইডার ভিনিগার। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। ত্বকের যত্নে একাধিক সমস্যা দূর করে দিতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার।
3 / 8
ত্বকের প্রাকৃতিক পিএইচ স্তর বজায় রাখা ভীষণ জরুরি। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে। অ্যাপেল সাইডার ভিনিগারে থাকা অ্যাসিডিক বৈশিষ্ট্য ত্বকের এই পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
4 / 8
অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যা মৃত কোষ পরিষ্কার করে। দাগছোপ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার।
5 / 8
দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যায় ভুগছেন? অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের প্রদাহ কমায়, রোমকূপের মুখ পরিষ্কার করে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। ব্রেকআউট কমাতে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করুন।
6 / 8
আপনি একজিমায় ভোগেন, তাহলে আপনার জন্য অ্যাপেল সাইডার ভিনিগার দারুণ উপকারী হতে পারে। এই উপাদানের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের জ্বালাভাব, লালচে ভাব দূর করে এবং ত্বকের সমস্যা কমায়।
7 / 8
ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার। টোনার হিসেবে মুখে অ্যাপেল সাইডার ভিনিগার লাগালে রোমকূপে সঙ্কুচিত হবে, ত্বক টানটান হবে এবং মুখ উজ্জ্বল দেখাবে।
8 / 8
রোজ এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি ১:১ অনুপাতে জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে মুখে মাখলে উপকার পাবেন।