NMACC Menu: মুকেশ আম্বানির পার্টিতে খাবারের সঙ্গে ৫০০ টাকার নোট পরিবেশন, আর কী ছিল মেনুতে?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 04, 2023 | 6:03 PM

Mukesh Ambani's Grand Party's Menu: অভিনব কায়দায় অতিথিদের খাবার পরিবেশন মুকেশ আম্বানির পার্টিতে।

1 / 8
উদ্বোধন হল নীতা ও মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র (Nita Mukesh Ambani Cultural Centre)। এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বান্দ্রার কুরলা কমপ্লেক্সে বসেছিল আসর।

উদ্বোধন হল নীতা ও মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র (Nita Mukesh Ambani Cultural Centre)। এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বান্দ্রার কুরলা কমপ্লেক্সে বসেছিল আসর।

2 / 8
NMACC Menu: মুকেশ আম্বানির পার্টিতে খাবারের সঙ্গে ৫০০ টাকার নোট পরিবেশন, আর কী ছিল মেনুতে?

3 / 8
সম্প্রতি ওই অনুষ্ঠানের খাবারের একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে উত্তর ভারতের জনপ্রিয় খাবার 'দৌলত কি চাট' পরিবেশন করা হয়েছে ৫০০ টাকার নোটের সঙ্গে।

সম্প্রতি ওই অনুষ্ঠানের খাবারের একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে উত্তর ভারতের জনপ্রিয় খাবার 'দৌলত কি চাট' পরিবেশন করা হয়েছে ৫০০ টাকার নোটের সঙ্গে।

4 / 8
 ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবি। যদিও ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এগুলি আসল নোট ছিল না। নকল নোটকেই পাত্রের পাশে সাজিয়ে পরিবেশন করা হয় খাবারটি।

ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবি। যদিও ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এগুলি আসল নোট ছিল না। নকল নোটকেই পাত্রের পাশে সাজিয়ে পরিবেশন করা হয় খাবারটি।

5 / 8
আর কী ছিল খাবারের তালিকায়? ওই দিনের মেনুতে ছিল ডাল, পালং পনীর, কারি, কোফতা, আমের চাটনি হালুয়া, লাড্ডুসহ আরও অনেক কিছু।

আর কী ছিল খাবারের তালিকায়? ওই দিনের মেনুতে ছিল ডাল, পালং পনীর, কারি, কোফতা, আমের চাটনি হালুয়া, লাড্ডুসহ আরও অনেক কিছু।

6 / 8
অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহেপ নিজের ইনস্টাগ্রামে ওইদিনের খাবারের একটি ছবি পোস্ট করেছেন।

অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহেপ নিজের ইনস্টাগ্রামে ওইদিনের খাবারের একটি ছবি পোস্ট করেছেন।

7 / 8
রূপোর থালায় খাবার পরিবেশন করা হয়েছিল। খাবারের সঙ্গে ছিল ওয়াইনও।

রূপোর থালায় খাবার পরিবেশন করা হয়েছিল। খাবারের সঙ্গে ছিল ওয়াইনও।

8 / 8
এই অনুষ্ঠানের চাটনি খেয়ে আমেরিকান সুপারমডেল জিজি হাদিদ এতটাই খুশি হন যে নিজের ইনস্টাগ্রামে চাটনির পাত্রের ছবি দিয়ে লেখেন, পার্টিতে চাটনি না থাকলে নাকি তিনি যাবেনই না।

এই অনুষ্ঠানের চাটনি খেয়ে আমেরিকান সুপারমডেল জিজি হাদিদ এতটাই খুশি হন যে নিজের ইনস্টাগ্রামে চাটনির পাত্রের ছবি দিয়ে লেখেন, পার্টিতে চাটনি না থাকলে নাকি তিনি যাবেনই না।

Next Photo Gallery