Makeup Remover: মাইসেলার ওয়াটার শেষ? কী দিয়ে মেকআপ তুলবেন, রইল টিপস

Almond Oil: মেকআপ করার জন্য কেউ-কেউ ঘণ্টাখানেকও সময় লাগান। কিন্তু ধৈর্যের সঙ্গে মেকআপ তোলেন কি? মেকআপ মুখে নিয়ে ঘুমানো একদম উচিত নয়। আজকাল বেশিরভাগ মানুষ ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করেন। তাই এগুলো মুখ থেকে তুলতেও বেশ ঝক্কি পোহাতে হয়।

| Edited By: | Updated on: Sep 25, 2023 | 9:30 AM
ধৈর্যের সঙ্গে মেকআপ করতে হয়। আইলাইনার হোক বা ব্রঞ্জার এক চুল এদিক-ওদিক হলেই আপনার সম্পূর্ণরূপ লুক নষ্ট হয়ে যেতে পারে। তাই কোথাও যাওয়ার আগে অন্তত ৩০ মিনিট সময় ব্যয় করতে হয় মেকআপ করার জন্য।

ধৈর্যের সঙ্গে মেকআপ করতে হয়। আইলাইনার হোক বা ব্রঞ্জার এক চুল এদিক-ওদিক হলেই আপনার সম্পূর্ণরূপ লুক নষ্ট হয়ে যেতে পারে। তাই কোথাও যাওয়ার আগে অন্তত ৩০ মিনিট সময় ব্যয় করতে হয় মেকআপ করার জন্য।

1 / 8
মেকআপ করার জন্য কেউ-কেউ ঘণ্টাখানেকও সময় লাগান। কিন্তু ধৈর্যের সঙ্গে মেকআপ তোলেন কি? মেকআপ তোলার ক্ষেত্রে সময় ব্যয় করা দরকার। মেকআপ মুখে নিয়ে ঘুমানো একদম উচিত নয়।

মেকআপ করার জন্য কেউ-কেউ ঘণ্টাখানেকও সময় লাগান। কিন্তু ধৈর্যের সঙ্গে মেকআপ তোলেন কি? মেকআপ তোলার ক্ষেত্রে সময় ব্যয় করা দরকার। মেকআপ মুখে নিয়ে ঘুমানো একদম উচিত নয়।

2 / 8
ত্বকের উপর যদি মেকআপের একটা কণাও থেকে যায়, এটি মারাত্মক ক্ষতি করে। মেকআপ ত্বকের ক্ষয় বাড়িয়ে তোলে। ব্রণ, ফুসকুড়ি র‍্যাশের পিছনে মেকআপ দায়ী হতে পারে। তাই মুখ থেকে মেকআপ পরিষ্কার করা জরুরি।

ত্বকের উপর যদি মেকআপের একটা কণাও থেকে যায়, এটি মারাত্মক ক্ষতি করে। মেকআপ ত্বকের ক্ষয় বাড়িয়ে তোলে। ব্রণ, ফুসকুড়ি র‍্যাশের পিছনে মেকআপ দায়ী হতে পারে। তাই মুখ থেকে মেকআপ পরিষ্কার করা জরুরি।

3 / 8
আজকাল বেশিরভাগ মানুষ ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করেন। তাই এগুলো মুখ থেকে তুলতেও বেশ ঝক্কি পোহাতে হয়। যদিও বাজারে মাইসেলার ওয়াটার পাওয়া যায় মেকআপ তুলতে। এছাড়া মেলে পেট্রোলিয়াম জেল ও ক্রিম যুক্ত মেকআপ রিমুভার। 

আজকাল বেশিরভাগ মানুষ ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করেন। তাই এগুলো মুখ থেকে তুলতেও বেশ ঝক্কি পোহাতে হয়। যদিও বাজারে মাইসেলার ওয়াটার পাওয়া যায় মেকআপ তুলতে। এছাড়া মেলে পেট্রোলিয়াম জেল ও ক্রিম যুক্ত মেকআপ রিমুভার। 

4 / 8
আপনার হাতের কাছে কোনও মেকআপ রিমুভার না থাকে, তাহলে আমন্ড অয়েলের সাহায্য নিতে পারেন। আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এই তেল মেকআপ তোলার পাশাপাশি ত্বকে একাধিক উপকারিতা প্রদান করে। 

আপনার হাতের কাছে কোনও মেকআপ রিমুভার না থাকে, তাহলে আমন্ড অয়েলের সাহায্য নিতে পারেন। আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এই তেল মেকআপ তোলার পাশাপাশি ত্বকে একাধিক উপকারিতা প্রদান করে। 

5 / 8
মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ তুললে ত্বক শুষ্ক হয়ে যায়। কিন্তু আমন্ড অয়েল ত্বকের আর্দ্রভাব কেড়ে নেয় না। বরং, মেকআপ কারণে আপনার ত্বকে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য সুরক্ষা প্রদান করে। 

মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ তুললে ত্বক শুষ্ক হয়ে যায়। কিন্তু আমন্ড অয়েল ত্বকের আর্দ্রভাব কেড়ে নেয় না। বরং, মেকআপ কারণে আপনার ত্বকে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য সুরক্ষা প্রদান করে। 

6 / 8
ওয়াটার প্রুফ মাস্কারা হোক বা লিপস্টিক, আমন্ড অয়েল সব কিছু পরিষ্কার করে দেয়। কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ত্বকের উপর ভাল করে মালিশ করুন। তারপর ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। 

ওয়াটার প্রুফ মাস্কারা হোক বা লিপস্টিক, আমন্ড অয়েল সব কিছু পরিষ্কার করে দেয়। কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ত্বকের উপর ভাল করে মালিশ করুন। তারপর ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। 

7 / 8
তেল দিয়ে মেকআপ তোলার পরও মুখ পরিষ্কার করা দরকার। আমন্ড অয়েল দিয়ে মেকআপ তোলার পর ফোমিং ফেসওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন। 

তেল দিয়ে মেকআপ তোলার পরও মুখ পরিষ্কার করা দরকার। আমন্ড অয়েল দিয়ে মেকআপ তোলার পর ফোমিং ফেসওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন। 

8 / 8
Follow Us: