Premananda Maharaj: সাধু-সন্ন্যাসীরা লম্বা দাড়ি, জটা কেন রাখেন? ভক্তের প্রশ্নে প্রেমানন্দ মহারাজ বললেন…

Jan 19, 2025 | 6:00 PM

Spiritual Tips: সাধু, মুনি-ঋষিদের কথা মনে পড়লেই সকলের সামনে ভেসে ওঠে লম্বা চুল, গাল ভর্তি দাড়ি থাকা এক অবয়ব। সত্যিকার অর্থেই এমনটা বেশিরভাগ দেখা যায় যে সাধু-ঋষিরা লম্বা দাড়ি রেখেছেন। কিন্তু এর নেপথ্যে কারণ কী? উত্তর দিয়েছেন বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজ।

1 / 8
ভারতে কমপক্ষে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন সাধু রয়েছেন। ব্যুৎপত্তিগতভাবে সাধু একটি সংস্কৃত শব্দ। তা একজন জ্ঞানী ব্যক্তিকে নির্দেশ করে। যিনি 'মোক্ষ' অর্জনের জন্য বস্তুগত সম্পদ ত্যাগ করেন। (Pic Credit - Pixabay)

ভারতে কমপক্ষে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন সাধু রয়েছেন। ব্যুৎপত্তিগতভাবে সাধু একটি সংস্কৃত শব্দ। তা একজন জ্ঞানী ব্যক্তিকে নির্দেশ করে। যিনি 'মোক্ষ' অর্জনের জন্য বস্তুগত সম্পদ ত্যাগ করেন। (Pic Credit - Pixabay)

2 / 8
সাধু, মুনি-ঋষিদের কথা মনে পড়লেই সকলের সামনে ভেসে ওঠে লম্বা চুল, গাল ভর্তি দাড়ি থাকা এক অবয়ব। সত্যিকার অর্থেই এমনটা বেশিরভাগ দেখা যায় যে সাধু-ঋষিরা লম্বা দাড়ি এবং চুলে জটা রেখেছেন। (Pic Credit - Getty Images)

সাধু, মুনি-ঋষিদের কথা মনে পড়লেই সকলের সামনে ভেসে ওঠে লম্বা চুল, গাল ভর্তি দাড়ি থাকা এক অবয়ব। সত্যিকার অর্থেই এমনটা বেশিরভাগ দেখা যায় যে সাধু-ঋষিরা লম্বা দাড়ি এবং চুলে জটা রেখেছেন। (Pic Credit - Getty Images)

3 / 8
অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে সাধু, মুনি-ঋষিরা কেন দাড়ি রাখেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজ এ নিয়ে জানিয়েছেন। (Pic Credit - Pixabay)

অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে সাধু, মুনি-ঋষিরা কেন দাড়ি রাখেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজ এ নিয়ে জানিয়েছেন। (Pic Credit - Pixabay)

4 / 8
কয়েকদিন আগে এক ব্যক্তি প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে, সাধু-ঋষিরা যে বড় চুল-দাড়ি রাখেন, তার জন্য কোনও শাস্ত্রীয় বিধান রয়েছে কিনা।  (Pic Credit - X)

কয়েকদিন আগে এক ব্যক্তি প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে, সাধু-ঋষিরা যে বড় চুল-দাড়ি রাখেন, তার জন্য কোনও শাস্ত্রীয় বিধান রয়েছে কিনা। (Pic Credit - X)

5 / 8
প্রেমানন্দ মহারাজ এই প্রশ্নের উত্তরে বলেন, 'হ্যাঁ রয়েছে। সন্ন্যাসে দুটি পদ্ধতি রয়েছে। এক, মুন্ডন। দুই, সারাজীবন বা ১২ বছর পর মুন্ডন করা। চুল কাটা সাধুদের ক্ষেত্রে কোনও প্রথা নয়।' (Pic Credit - Getty Images)

প্রেমানন্দ মহারাজ এই প্রশ্নের উত্তরে বলেন, 'হ্যাঁ রয়েছে। সন্ন্যাসে দুটি পদ্ধতি রয়েছে। এক, মুন্ডন। দুই, সারাজীবন বা ১২ বছর পর মুন্ডন করা। চুল কাটা সাধুদের ক্ষেত্রে কোনও প্রথা নয়।' (Pic Credit - Getty Images)

6 / 8
যে ব্যক্তি সংসার করেন, পরিবারের সঙ্গে যুক্ত তাঁরা চুল-দাড়ি কাটতে পারেন। এটি তাঁদের জন্য স্বাভাবিক কাজ। কিন্তু সাধু, সন্ন্যাসীদের ক্ষেত্রে এটি কোনও রকম স্বাভাবিক কাজ নয়। (Pic Credit - Getty Images)

যে ব্যক্তি সংসার করেন, পরিবারের সঙ্গে যুক্ত তাঁরা চুল-দাড়ি কাটতে পারেন। এটি তাঁদের জন্য স্বাভাবিক কাজ। কিন্তু সাধু, সন্ন্যাসীদের ক্ষেত্রে এটি কোনও রকম স্বাভাবিক কাজ নয়। (Pic Credit - Getty Images)

7 / 8
অনেক পুরুষ বড় চুল ও দাড়ি রাখেন। তা কি উচিত? এ নিয়ে প্রেমানন্দ মহারাজ জানান, সংসারে যাঁদের বাস, যাঁরা পরিবারের সঙ্গে থাকেন, তাঁদের বড় চুল-দাড়ি রাখা ঠিক নয়। সেটি তা হলে ভন্ডামি বলে প্রমাণিত হতে পারে। (Pic Credit - Getty Images)

অনেক পুরুষ বড় চুল ও দাড়ি রাখেন। তা কি উচিত? এ নিয়ে প্রেমানন্দ মহারাজ জানান, সংসারে যাঁদের বাস, যাঁরা পরিবারের সঙ্গে থাকেন, তাঁদের বড় চুল-দাড়ি রাখা ঠিক নয়। সেটি তা হলে ভন্ডামি বলে প্রমাণিত হতে পারে। (Pic Credit - Getty Images)

8 / 8
 বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (Pic Credit - X)

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (Pic Credit - X)

Next Photo Gallery