Essential Oil as Natural Perfume: পারফিউম শেষ? অল্প করে ঘষে নিন এসেনশিয়াল অয়েল, সুগন্ধ হবে মন মাতানো
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 23, 2023 | 8:45 AM
Essential Oils: গরমে ঘামের গন্ধ থেকে মুক্তির উপায় পারফিউম, ডিওডোরেন্ট। অনেক সময় ফ্রেশনেসের জন্যও সুগন্ধী ব্যবহার করা হয়। আবার কেউ কেউ ভালবাসেন বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করতে। হঠাৎ করে পারফিউম শেষ হয়ে গেলে কী করবেন? রইল টিপস।
1 / 8
গরমে ঘামের গন্ধ থেকে মুক্তির উপায় পারফিউম, ডিওডোরেন্ট। অনেক সময় ফ্রেশনেসের জন্যও সুগন্ধী ব্যবহার করা হয়। আবার কেউ কেউ ভালবাসেন পারফিউম ব্যবহার করতে।
2 / 8
হঠাৎ করে পারফিউম শেষ হয়ে গেলে কী করবেন? সুগন্ধী পেতে বেছে নিতে পারেন এসেনশিয়াল অয়েলকে। হ্যাঁ, এসেনশিয়াল অয়েল কাজ করতে পারে পারফিউমের। কিন্তু কোন এসেনশিয়াল অয়েলকে বেছে নেবেন, তা কি জানেন?
3 / 8
সাধারণত এসেনশিয়াল অয়েলকে বিভিন্ন রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এসেনশিয়াল অয়েলের নিজস্ব গন্ধ রয়েছে। তাই পারফিউমের বদলে সুগন্ধী হিসেবে ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েলকে।
4 / 8
ল্যাভেন্ডার অয়েল হতে পারে আপনার পারফিউম। ল্যাভেন্ডার অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা আপনার ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। স্নায়ুকে প্রশমিত করতে এবং মেজাজকে উন্নত করতে সাহায্য করে এই এসেনশিয়াল অয়েল।
5 / 8
গোলাপের গন্ধের পারফিউম ব্যবহার করেন? এবার রোজ এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। গোলাপের সুগন্ধ মিলবে এই এসেনশিয়াল অয়েলেও। রোজ এসেনশিয়াল অয়েলের গন্ধ আপনাকে এনার্জেটিক অনুভব করাবে এবং মন ভাল রাখবে।
6 / 8
চন্দনের গন্ধে আপনার মন ভাল হয়ে যায়? চন্দনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন পারফিউম হিসেবে। চন্দনের এসেনশিয়াল অয়েল আপনার মেজাজকে উন্নত করবে এবং আপনাকে সতেজতা এনে দেবে।
7 / 8
নেরোলির তৈরি এসেনশিয়াল অয়েলকে পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন। এই এসেনশিয়াল অয়েলে রয়েছে মিষ্টি ফুলের গন্ধ। পারফিউম হিসেবে ব্যবহার করতে চাইলে নেরোলি এসেনশিয়াল অয়েলকে রাখুন সবার উপরে।
8 / 8
ইলাং ইলাং এসেনশিয়াল অয়েলকে আপনি পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন। এই এসেনশিয়াল অয়েলের গন্ধে আপনার মানসিক চাপ ও উদ্বেগ কমবে। এই ফুলের গন্ধে আপনি সতেজতা অনুভব করবেন।