Lionel Messi: পিছিয়ে পড়া পিএসজিকে জেতালেন মেসি
PSG: ফরাসি লিগে রেইমেসের বিরুদ্ধে ড্র করে চাপে ছিল পিএসজি। টানা দুই ম্যাচ জিতে স্বস্তি ফিরল। দুটি ম্যাচেই প্য়ারিস স্য়ঁ জ্যঁ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয় ম্যাচে জয় সূচক গোল মেসির। লিগ ওয়ানে ঘরের মাঠে তালাউসেকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করল পিএসজি।
Most Read Stories