AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: পিছিয়ে পড়া পিএসজিকে জেতালেন মেসি

PSG: ফরাসি লিগে রেইমেসের বিরুদ্ধে ড্র করে চাপে ছিল পিএসজি। টানা দুই ম্যাচ জিতে স্বস্তি ফিরল। দুটি ম্যাচেই প্য়ারিস স্য়ঁ জ্যঁ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয় ম্যাচে জয় সূচক গোল মেসির। লিগ ওয়ানে ঘরের মাঠে তালাউসেকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করল পিএসজি।

| Edited By: | Updated on: Feb 05, 2023 | 2:16 AM
Share
ফরাসি লিগে রেইমেসের বিরুদ্ধে ড্র করে চাপে ছিল পিএসজি। টানা দুই ম্যাচ জিতে স্বস্তি ফিরল। দুটি ম্যাচেই প্য়ারিস স্য়ঁ জ্যঁ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। (ছবি: টুইটার)

ফরাসি লিগে রেইমেসের বিরুদ্ধে ড্র করে চাপে ছিল পিএসজি। টানা দুই ম্যাচ জিতে স্বস্তি ফিরল। দুটি ম্যাচেই প্য়ারিস স্য়ঁ জ্যঁ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। (ছবি: টুইটার)

1 / 8
টানা দ্বিতীয় ম্যাচে জয় সূচক গোল মেসির। লিগ ওয়ানে ঘরের মাঠে তালাউসেকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করল পিএসজি। (ছবি: টুইটার)

টানা দ্বিতীয় ম্যাচে জয় সূচক গোল মেসির। লিগ ওয়ানে ঘরের মাঠে তালাউসেকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করল পিএসজি। (ছবি: টুইটার)

2 / 8
তালাউসের বিরুদ্ধে শুরুটা হয়েছিল হতাশায়। ব্র্যাঙ্কো ভ্য়ান ডেন বুমেনের গোলে ম্যাচের ২০ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। (ছবি: টুইটার)

তালাউসের বিরুদ্ধে শুরুটা হয়েছিল হতাশায়। ব্র্যাঙ্কো ভ্য়ান ডেন বুমেনের গোলে ম্যাচের ২০ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। (ছবি: টুইটার)

3 / 8
প্রথমার্ধেই অবশ্য গোল শোধ করে তারা। বিশ্বকাপে নজর কাড়া মরক্কোর তারকা ফুটবলার আশরফ হাকিমির গোলে ৩৮ মিনিটে সমতা ফেরায় পিএসজি।

প্রথমার্ধেই অবশ্য গোল শোধ করে তারা। বিশ্বকাপে নজর কাড়া মরক্কোর তারকা ফুটবলার আশরফ হাকিমির গোলে ৩৮ মিনিটে সমতা ফেরায় পিএসজি।

4 / 8
ঘরের মাঠে সমতা ফিরিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। ৫৮ মিনিটে পিএসজির দ্বিতীয় গোল বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির। বুদ্ধিদীপ্ত এবং অনবদ্য গোল।

ঘরের মাঠে সমতা ফিরিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। ৫৮ মিনিটে পিএসজির দ্বিতীয় গোল বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির। বুদ্ধিদীপ্ত এবং অনবদ্য গোল।

5 / 8
কর্নার পেয়েছিল পিএসজি। শর্ট কর্নার নিয়েছিল পিএসজি। বল আসে আশরফ হাকিমির পায়ে। পিএসজি রাইট ব্য়াক কোনও রকমে বল নিয়ে ঢুকলেও প্রতিপক্ষ ডিফেন্সে আটকে যান। তার পা থেকে বল ছিটকে গেলেও প্রথম সুযোগেই শট এবং জালে বল জড়ান লিও মেসি। (ছবি: টুইটার)

কর্নার পেয়েছিল পিএসজি। শর্ট কর্নার নিয়েছিল পিএসজি। বল আসে আশরফ হাকিমির পায়ে। পিএসজি রাইট ব্য়াক কোনও রকমে বল নিয়ে ঢুকলেও প্রতিপক্ষ ডিফেন্সে আটকে যান। তার পা থেকে বল ছিটকে গেলেও প্রথম সুযোগেই শট এবং জালে বল জড়ান লিও মেসি। (ছবি: টুইটার)

6 / 8
পিএসজির ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ফ্রান্সের ফর্মূলা ওয়ান ড্রাইভার এস্তেবান ওকোন। দলের জয় দেখে উচ্ছ্বসিত গতির খেলোয়াড়ও। (ছবি: টুইটার)

পিএসজির ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ফ্রান্সের ফর্মূলা ওয়ান ড্রাইভার এস্তেবান ওকোন। দলের জয় দেখে উচ্ছ্বসিত গতির খেলোয়াড়ও। (ছবি: টুইটার)

7 / 8
ম্য়াচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ার এবং আর এক গোল দাতা আশরফ হাকিমির সঙ্গে ছবিও তোলেন ফরাসি ফর্মূলা ওয়ান ড্রাইভার। (ছবি: টুইটার)

ম্য়াচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ার এবং আর এক গোল দাতা আশরফ হাকিমির সঙ্গে ছবিও তোলেন ফরাসি ফর্মূলা ওয়ান ড্রাইভার। (ছবি: টুইটার)

8 / 8