AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ballon D’Or: ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি! বেঞ্জেমা-লেওয়ানডস্কিদের সঙ্গে লড়াইয়ে রোনাল্ডো

শুক্রবার মাঝরাতে ব্যালন ডি'অর পুরস্কারের ভোটিংয়ের জন্য ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে সেই তালিকায় নেই লিওনেল মেসি! বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা, সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা সেরা ৩০ জন ফুটবলারের তালিকা থেকে বাদ পড়েছেন।

| Edited By: | Updated on: Aug 13, 2022 | 9:00 AM
Share
শুক্রবার মাঝরাতে ব্যালন ডি'অর পুরস্কারের ভোটিংয়ের জন্য ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে সেই তালিকায় নেই লিওনেল মেসি! বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা, সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা সেরা ৩০ জন ফুটবলারের তালিকা থেকে বাদ পড়েছেন।(ছবি:টুইটার)

শুক্রবার মাঝরাতে ব্যালন ডি'অর পুরস্কারের ভোটিংয়ের জন্য ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে সেই তালিকায় নেই লিওনেল মেসি! বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা, সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা সেরা ৩০ জন ফুটবলারের তালিকা থেকে বাদ পড়েছেন।(ছবি:টুইটার)

1 / 6
২০০৫ সালের পর প্রথম এমন ঘটনা। সেবারও তালিকায়  নাম ছিল না মেসির। ১৬ বছর পর ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে মনখারাপ মেসি অনুরাগীদের। তালিকায় নেই নেইমারের নামও।(ছবি:টুইটার)

২০০৫ সালের পর প্রথম এমন ঘটনা। সেবারও তালিকায় নাম ছিল না মেসির। ১৬ বছর পর ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে মনখারাপ মেসি অনুরাগীদের। তালিকায় নেই নেইমারের নামও।(ছবি:টুইটার)

2 / 6
এদিকে মেসি-নেইমার না থাকলেও ৩০ জনের বাছাই তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ড ১৭বারের মতো এই বিশেষ সম্মানের জন্য মনোনীত হলেন সিআর সেভেন।(ছবি:টুইটার)

এদিকে মেসি-নেইমার না থাকলেও ৩০ জনের বাছাই তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ড ১৭বারের মতো এই বিশেষ সম্মানের জন্য মনোনীত হলেন সিআর সেভেন।(ছবি:টুইটার)

3 / 6
তবে রোনাল্ডো নন, এবারের ব্যালন ডি'অর জয়ের বড় দাবিদার রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা। এছাড়া রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া, লুকা মদ্রিচ, ভিনিশিয়াস জুনিয়র মনোনয়ন পেয়েছেন। (ছবি:টুইটার)

তবে রোনাল্ডো নন, এবারের ব্যালন ডি'অর জয়ের বড় দাবিদার রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা। এছাড়া রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া, লুকা মদ্রিচ, ভিনিশিয়াস জুনিয়র মনোনয়ন পেয়েছেন। (ছবি:টুইটার)

4 / 6
মনোনীত ফুটবলারদের তালিকায় রয়েছেন, মহম্মদ সালাহ, জোশুয়া কিমিচ, বার্নার্ডো সিলভা, রবার্ট লেওয়ানডস্কি, হিউং-মিন-সন, হ্যারি কেন, সাদিও মানে, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে-সহ অনেকে।(ছবি:টুইটার)

মনোনীত ফুটবলারদের তালিকায় রয়েছেন, মহম্মদ সালাহ, জোশুয়া কিমিচ, বার্নার্ডো সিলভা, রবার্ট লেওয়ানডস্কি, হিউং-মিন-সন, হ্যারি কেন, সাদিও মানে, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে-সহ অনেকে।(ছবি:টুইটার)

5 / 6
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারের ব্যালন ডি'অর না জিতলে ২০০৮ সালের পর প্রথমবার ফুটবলের এই বিশেষ সম্মানের পাশে নাম থাকবে না মেসি অথবা সিআর সেভেনের। (ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারের ব্যালন ডি'অর না জিতলে ২০০৮ সালের পর প্রথমবার ফুটবলের এই বিশেষ সম্মানের পাশে নাম থাকবে না মেসি অথবা সিআর সেভেনের। (ছবি:টুইটার)

6 / 6