UEFA Champions League: কোয়ার্টার ফাইনালের দিকে একধাপ এগোল লিভারপুল

সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে ইন্টার মিলানকে (Inter Milan) হারাল লিভারপুল (Liverpool)। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে পুরো ম্যাচ জুড়ে লিভারপুলের নিয়ন্ত্রই চোখে পড়েছে। গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচে জিতেছিল লিভারপুল। সেই জয়ের ধারা শেষ ১৬-তেও বজায় রেখে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগোল ক্লপের ছেলেরা। ৯ মার্চ ফিরতি লেগে অ্যানফিল্ডে ইন্টার মিলানের মুখোমুখি হবেন সালাহরা।

| Edited By: | Updated on: Feb 17, 2022 | 4:50 PM
গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-ইন্টার মিলান টুইটার)

গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-ইন্টার মিলান টুইটার)

1 / 4
ম্যাচের ৭৫ মিনিটে রবার্টসনের পাস থেকে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন রবার্তো ফিরমিনো। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের ৭৫ মিনিটে রবার্টসনের পাস থেকে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন রবার্তো ফিরমিনো। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 4
৮৩ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

৮৩ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

3 / 4
সান সিরোতে ইন্টার মিলানকে কোনও অ্যাডভান্টেজ নিতে দেয়নি ক্লপের ছেলেরা। এ বার ৯ মার্চ অ্যানফিল্ডি হবে ফিরতি লেগের ম্যাচ।(ছবি-লিভারপুল টুইটার)

সান সিরোতে ইন্টার মিলানকে কোনও অ্যাডভান্টেজ নিতে দেয়নি ক্লপের ছেলেরা। এ বার ৯ মার্চ অ্যানফিল্ডি হবে ফিরতি লেগের ম্যাচ।(ছবি-লিভারপুল টুইটার)

4 / 4
Follow Us: