UEFA Champions League: কোয়ার্টার ফাইনালের দিকে একধাপ এগোল লিভারপুল
সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে ইন্টার মিলানকে (Inter Milan) হারাল লিভারপুল (Liverpool)। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে পুরো ম্যাচ জুড়ে লিভারপুলের নিয়ন্ত্রই চোখে পড়েছে। গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচে জিতেছিল লিভারপুল। সেই জয়ের ধারা শেষ ১৬-তেও বজায় রেখে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগোল ক্লপের ছেলেরা। ৯ মার্চ ফিরতি লেগে অ্যানফিল্ডে ইন্টার মিলানের মুখোমুখি হবেন সালাহরা।
Most Read Stories