Premier League: টানা ৬ ম্যাচে জিতে লিগ টেবলের সেকেন্ড বয় লিভারপুল
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে বৃহস্পতিবার ৩-১ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে (Newcastle United) হারিয়েছে লিভারপুল (Liverpool)। ম্যাচের ৭ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও শেষমেশ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ক্লপের দল। এই নিয়ে ইপিএলে টানা ৬ ম্যাচে জিতল সালাহরা।