Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League: অ্যানফিল্ডের গ্যালারিতে দ্যুতি ছড়াবেন লিভারপুল তারকার ডেন্টিস্ট-জার্নালিস্ট বান্ধবী

ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে লোনে জুভেন্তাস থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে সই করিয়েছে লিভারপুল। এ বার অ্যানফিল্ডের গ্যালারিতে দ্যুতি ছড়াবেন প্রাক্তন জুভে তারকার বান্ধবী। তাঁর পরিচয় জানলে চমকে যাবেন। ডেন্টিস্ট, জার্নালিস্ট ক্যারোলিনা মিয়ারেলির সঙ্গে সম্পর্কে রয়েছেন আর্থার। বহুমুখী প্রতিভার অধিকারী মেলোর বান্ধবী। চিনে নিন সুন্দরী ক্যারোলিনাকে।

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 11:39 AM
ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে লোনে জুভেন্তাস থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে (Arthur Melo) সই করিয়েছে লিভারপুল। এ বার অ্যানফিল্ডের গ্যালারিতে দ্যুতি ছড়াবেন প্রাক্তন জুভে তারকার বান্ধবী। তাঁর পরিচয় জানলে চমকে যাবেন। ডেন্টিস্ট, জার্নালিস্ট ক্যারোলিনা মিয়ারেলির (Carolina Miarelli) সঙ্গে সম্পর্কে রয়েছেন আর্থার। বহুমুখী প্রতিভার অধিকারী মেলোর বান্ধবী। চিনে নিন সুন্দরী ক্যারোলিনাকে। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে লোনে জুভেন্তাস থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে (Arthur Melo) সই করিয়েছে লিভারপুল। এ বার অ্যানফিল্ডের গ্যালারিতে দ্যুতি ছড়াবেন প্রাক্তন জুভে তারকার বান্ধবী। তাঁর পরিচয় জানলে চমকে যাবেন। ডেন্টিস্ট, জার্নালিস্ট ক্যারোলিনা মিয়ারেলির (Carolina Miarelli) সঙ্গে সম্পর্কে রয়েছেন আর্থার। বহুমুখী প্রতিভার অধিকারী মেলোর বান্ধবী। চিনে নিন সুন্দরী ক্যারোলিনাকে। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

1 / 5
২০২০ সালে আর্থার মেলো জুভেন্তাসে যোগ দেওয়ার পর ক্যারোলিনার সঙ্গে তাঁর প্রথম দেখা। এরপর তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। দু'জনই ডেটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

২০২০ সালে আর্থার মেলো জুভেন্তাসে যোগ দেওয়ার পর ক্যারোলিনার সঙ্গে তাঁর প্রথম দেখা। এরপর তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। দু'জনই ডেটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

2 / 5
মেলোর ওয়াগ বছর ৩০ এর মিয়ারেলি একাধিক প্রতিভার অধিকারী। তিনি একজন দক্ষ পোকার প্লেয়ার। পাশাপাশি তিনি একজন পেশাদার ডেন্টিস্টও। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

মেলোর ওয়াগ বছর ৩০ এর মিয়ারেলি একাধিক প্রতিভার অধিকারী। তিনি একজন দক্ষ পোকার প্লেয়ার। পাশাপাশি তিনি একজন পেশাদার ডেন্টিস্টও। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

3 / 5
 সদ্য ৩০ ও পা দিয়েছেন মেলোর বান্ধবী। বহুমুখী প্রতিভার অধিকারী মেলোর গার্লফ্রেন্ড ক্যারোলিনা ব্রাজিলে ডেন্টিস্টের প্র্যাক্টিস করেন। সুন্দরী মিয়ারেলি ফিটনেস ফ্রিকও বটেন। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

সদ্য ৩০ ও পা দিয়েছেন মেলোর বান্ধবী। বহুমুখী প্রতিভার অধিকারী মেলোর গার্লফ্রেন্ড ক্যারোলিনা ব্রাজিলে ডেন্টিস্টের প্র্যাক্টিস করেন। সুন্দরী মিয়ারেলি ফিটনেস ফ্রিকও বটেন। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

4 / 5
 মেলোর বান্ধবী মিয়ারেলি ইন্সটাগ্রামেও রীতিমতো জনপ্রিয়। ডেন্টিস্টে তাঁর ডিগ্রি তো রয়েছেই, পোকারেও তিনি দক্ষ। কিন্তু এতেই তাঁর গুণের তালিকা শেষ হচ্ছে না। এই সুন্দরী একজন জার্নালিস্টও। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

মেলোর বান্ধবী মিয়ারেলি ইন্সটাগ্রামেও রীতিমতো জনপ্রিয়। ডেন্টিস্টে তাঁর ডিগ্রি তো রয়েছেই, পোকারেও তিনি দক্ষ। কিন্তু এতেই তাঁর গুণের তালিকা শেষ হচ্ছে না। এই সুন্দরী একজন জার্নালিস্টও। (ছবি-ক্যারোলিনা মিয়ারেলি ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: