Bangla NewsPhoto gallery LML going to make a comeback in india With Star Electric Scooter, check details
LML Electric Scooter: নতুন বছরে ভারতে LML-এর কামব্যাক, সস্তার Star ই-স্কুটার আসছে শিগগিরই, ফিচার্স কেমন?
LML Star In India: LML তার নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আবারও ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। এই স্কুটারটির সম্পূর্ণ ডিজাইনটি চালু করার আগে কোম্পানির ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। স্টার ইলেকট্রিক স্কুটারটি একটি ডুয়াল টোন থিম এবং DRL সহ একটি LED প্রজেক্টর হেডল্যাম্প ডিজাইনের সঙ্গে আসবে।