AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Most Beautiful Train Stations: বিশ্বের বিস্ময়কর রেলস্টেশনগুলি দেখে নিন একঝলকে…

ভ্রমণপিপাসুদের কাছে সবচেয়ে প্রিয় যাত্রা হল ট্রেন। বাইরের দুনিয়াকে উপভোগ করার জন্য ট্রেনসফরকে অধিকাংশই প্রাধান্য দেয়। ভারতের রেলপথের গুরুত্ব অপরিসীম। কিন্তু বিদেশে! সেখানেও ট্রেন সফর অত্যন্ত আকর্ষণীয়। বিশ্বে বেশকিছু বিষ্ময়কর ও সুন্দর রেলস্টেশন রয়েছে, যেগুলি দেখলে আপনি অবাক হয়ে কয়েকমিনিট তাকিয়েই থাকবেন। বিদেশে গেলে এই রেলস্টেশনগুলিতে একবার ঘরে দেখে আসতে পারেন।

| Edited By: | Updated on: Sep 23, 2021 | 4:11 PM
Share
নেদারল্যান্ডের আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন আরও একটি অভূতপূর্ব স্থাপত্য। এতে রয়েছে তিনটি আর্টিফিশিয়াল আইল্যান্ড। ৮হাজারের বেশি কাঠের পিলার।

নেদারল্যান্ডের আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন আরও একটি অভূতপূর্ব স্থাপত্য। এতে রয়েছে তিনটি আর্টিফিশিয়াল আইল্যান্ড। ৮হাজারের বেশি কাঠের পিলার।

1 / 7
মুম্বইয়ের ছত্রপতি শিবাজী স্টেশন সারা বিশ্বে জনপ্রিয়। ভিক্টোরিয়ান গোথিক স্টাইল ও ভারতীয় সংস্কতির মিশেলে তৈরি সুন্দর ও ঐতিহাসিক রেলস্টেশন এটি।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী স্টেশন সারা বিশ্বে জনপ্রিয়। ভিক্টোরিয়ান গোথিক স্টাইল ও ভারতীয় সংস্কতির মিশেলে তৈরি সুন্দর ও ঐতিহাসিক রেলস্টেশন এটি।

2 / 7
 মালয়েশিয়ার কুয়ালামপুর স্টেশন বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্টেশন। গ্লাস, আয়রন দিয়ে তৈরি টিপিক্যাল ভিক্টোরিয়ান  বিল্ডিংয়ের ধাঁচে তৈরি করা হয়েছে। কুয়ালা লামপুরের গেলে এই স্থাপত্যটি একবার দেখে আসবেন।

মালয়েশিয়ার কুয়ালামপুর স্টেশন বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্টেশন। গ্লাস, আয়রন দিয়ে তৈরি টিপিক্যাল ভিক্টোরিয়ান বিল্ডিংয়ের ধাঁচে তৈরি করা হয়েছে। কুয়ালা লামপুরের গেলে এই স্থাপত্যটি একবার দেখে আসবেন।

3 / 7
ফিনল্যান্ডের হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশনের সামনেই রয়েছে বিশাল ঘড়ির টাওয়ার। এর পিছনে যদিও একটি ঐতিহাসিক কারণ রয়েছে। এই ঘড়ি সময়ের থেকে এক মিনিট স্লো চলে, কারণ যাত্রীদের সময়ের আগে স্টেশন পোঁছানোর জন্য স্থানীয়রা অই নিয়নই মেনে চলেছেন।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশনের সামনেই রয়েছে বিশাল ঘড়ির টাওয়ার। এর পিছনে যদিও একটি ঐতিহাসিক কারণ রয়েছে। এই ঘড়ি সময়ের থেকে এক মিনিট স্লো চলে, কারণ যাত্রীদের সময়ের আগে স্টেশন পোঁছানোর জন্য স্থানীয়রা অই নিয়নই মেনে চলেছেন।

4 / 7
মিশরের রাজধানী কায়রোর রামসেস স্টেশনের অভ্যন্তর দেখলে আপনি স্টেশনেই খানিকক্ষণ বসে থাকবেন। মিশরীয় স্থাপত্যের অনুরূপ স্টেশনটি আসলে ১৯৫০ সালে স্ট্যাচু অফ ফারহা রামসেস ২ স্থাপনের পর নামকরণ করা হয় ।

মিশরের রাজধানী কায়রোর রামসেস স্টেশনের অভ্যন্তর দেখলে আপনি স্টেশনেই খানিকক্ষণ বসে থাকবেন। মিশরীয় স্থাপত্যের অনুরূপ স্টেশনটি আসলে ১৯৫০ সালে স্ট্যাচু অফ ফারহা রামসেস ২ স্থাপনের পর নামকরণ করা হয় ।

5 / 7
বিশ্বের সবচেয়ে সুন্দর রেলস্টেশন

বিশ্বের সবচেয়ে সুন্দর রেলস্টেশন

6 / 7
বিশ্বের অন্যতম সুন্দর রেল স্টেশনগুলির মধ্যে  অন্যতম লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশানাল  স্টেশন। ১৮৬৮ সালে স্থাপিত এই স্টেশনটি ভিক্টোরিয়ান যুগের ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম স্থাপত্যও বলা চলে।

বিশ্বের অন্যতম সুন্দর রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশানাল স্টেশন। ১৮৬৮ সালে স্থাপিত এই স্টেশনটি ভিক্টোরিয়ান যুগের ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম স্থাপত্যও বলা চলে।

7 / 7