যে কোনও সম্পর্ক মানেই তাতে ঝামেলা থাকবেই। তা স্বামী-স্ত্রী সম্পর্ক হতে পারে বা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু সেই ঝামেলা যখন চরম পর্যায়ে চলে যায় তখন সেই সম্পর্কে বিচ্ছেদ আসতে বাধ্য। আর তাই রোজ যদি ঝামেলা লেগেই থাকে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভাল। সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। সেই বিশ্বাসে একবার চিড় ধরলে মুশকিল। আজ সকাল থেকেই সঙ্গীর সঙ্গে ঝামেলা হচ্ছে আপনার? সাবধান, আজ কিন্তু ব্রেকআপের সম্ভাবনা রয়েছে এই সব জাতকের।
মেষ-আজ বিকেলে বন্ধুদের সঙ্গে জমায়েতের প্ল্যান রয়েছে? তাহলে কিন্তু সাবধান। প্রেমিক-প্রেমিকা একসঙ্গে না যাওয়ার চেষ্টা করুন। বন্ধুদের মাঝে প্রবল ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের সম্মান বাঁচাতেই আজকের পার্টি এড়িয়ে চলুন।
মিথুন- রোজ আপনাদের ঝামেলা হচ্ছে, কোনও ভাবেই মতের মিল হচ্ছে না? কেউ কারোর দোষ ক্ষমা করতে পারেন না। অনেক বার মিটমাট চেষ্টা করতে চেয়েও হয়নি? আজ কিন্তু সম্পর্কে ইতি টানতে পারেন।
কর্কট- আজকের দিনটি আপনার কাছে সবচেয়ে খারাপ হতে পারে। কোনও দিনই যে আপনার সঙ্গী রোম্যান্টিক ছিল না তা আপনি খুব ভাল ভাবে আজ বুঝতে পারবেন। সম্ভবত আজই আপনাদের সম্পর্কের শেষ রজনী। রোজ যদি ঝামেলা হয় তাহলে আর তা ঝুলিয়ে না রাখাই শ্রেয়।
সিংহ- একটা সম্পর্কে থাকতে হলে দুজনকেই মানিয়ে নিতে হয়। কোনও একজনের দায় নয় যে সব সময় আপোষ করবে। তাই রোজ রোজ ঝামেলা স্বাস্থ্যকর নয়। সুতরাং সিদ্ধান্ত একটা নিতেই হবে। প্রয়োজনে আজই সম্পর্কে ইতি টানুন।
তুলা- বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন। প্রেম আর বিয়ের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। রোজ রোজ অশান্তি কেউই চান না। আর তাই দুজনের যৌথ সিদ্ধান্তে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। ভাল কিছুই অপেক্ষা করছে আপনার জন্য।